বিনা বিচারে আটক বন্দিদের তালিকা চেয়ে চিঠি
দেশের কারাগারগুলোতে বিনা বিচারে যারা দীর্ঘদিন ধরে আটক আছে তাদের তালিকা চাওয়া হয়েছে। এ জন্য আজ বুধবার দেশের সব কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি।
চিঠিতে গত পাঁচ ও দশ বছরের বেশি সময় ধরে কারাগারে যারা আটক রয়েছে তাদের বিষয়ে দুটি তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে।
লিগ্যাল এইড কমিটির চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্র গরিব ও অসহায় মানুষদের সুপ্রিম কোর্টে বিনা পয়সায় মামলা পরিচালনার ভার বহন করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে বিনাবিচারে দীর্ঘ সময় ধরে আটক থাকার সংবাদ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চোখে পড়েছে। নিম্ন আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়া এসব মামলা সাক্ষ্যগ্রহণসহ নানা কারণে দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। ফলে কার্যত সাজা হওয়ার আগেই আটক বন্দিরা দীর্ঘদিন ধরে কারাভোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, মামলায় যে দণ্ড হতে পারত তার চেয়েও বেশি সময় ধরে কারাভোগ করছে বিচারাধীন বন্দি। এ কারণেই দীর্ঘ সময় ধরে কারাগারে আটক এসব বন্দির হালনাগাদ তথ্য জানতে চায় লিগ্যাল এইড কমিটি।
হাইকোর্টের বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ওই চিঠিতে আরো উল্লেখ করেছে, আটক থাকা এসব বন্দির তথ্য কমিটির কাছে পাঠানো হলে বিনাবিচারে আটক দরিদ্র বন্দিদের আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন