শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিনিয়োগ করলে নাগরিকত্ব পাবেন বিদেশিরা

বাংলাদেশের শিল্প খাতে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে যে কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি কোনো স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে ২০ লাখ মার্কিন ডলার স্থানান্তর করলে তাকেও বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে।

এমন বিধান যুক্ত করে জাতীয় শিল্পনীতি খসড়া চূড়ান্ত করেছে সরকার। ‘জাতীয় শিল্পনীতি, ২০১৬’ নামের নীতিটি আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জাতীয় শিল্পনীতির খসড়ার কয়েকটি ধারা উল্লেখ করে বলেন, এ নীতিতে রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০১০ সালেও অনুরূপ একটি নীতি করা হয়েছিল। ওই নীতিমালাটিকে আরো হালনাগাদ করে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করে নতুন এ নীতিমালার খসড়াটি শিল্প মন্ত্রণালয় আজ মন্ত্রিসভায় উপস্থাপন করে। মন্ত্রিসভা এটি অনুমোদন করেছে।

সচিব বলেন, নতুন এ নীতিমালায় শিল্পকে মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে রয়েছে বৃহৎ শিল্প। এর সংজ্ঞায় বলা হয়েছে যে, যেসব শিল্প কারখানার মূলধন ৫০ কোটি টাকার ঊর্ধে এবং এর শ্রমিক সংখ্যা ৩০০-এর বেশি। এমন শিল্পপ্রতিষ্ঠান বৃহৎ শিল্প হিসেবে স্বীকৃতি পাবে। এ প্রতিষ্ঠানটি সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংজ্ঞায় বলা হয়েছে যে, যে শিল্প-কারখানার মূলধন ১৫ কোটি টাকার বেশি এবং শ্রমিক সংখ্যা ১২১ থেকে ৩০০ পর্যন্ত। তৃতীয় ক্যাটারিতে দুই থেকে তিন কোটি টাকা বিনিয়োগ এবং ৫০ থেকে ১২০ জন শ্রমিক রয়েছে এমন শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র-শিল্পপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে।

শিল্পনীতির খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, এ নীতির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্পনগরীসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। শিল্প মন্ত্রণালয়কে অন্যান্য মন্ত্রণালয় এ নীতি অনুযাযী সার্বিক সহযোগিতা প্রদান করবে। এ ছাড়া খসড়ায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি শিল্প উন্নয়ন পরিষদ গঠনের কথাও বলা হয়েছে।

বিদেশি নাগরিকদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলে সচিব বলেন, উন্নত দেশগুলোতেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেত এ ধরনের ব্যবস্থা রাখা হয়। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। ২০১০ সালের শিল্পনীতিতেও এ ধরনের একটি ধারা যুক্ত ছিল। বর্তমানে এটিকে হালনাগাদ করা হয়েছে। এখানে কোনো বিদেশি নাগরিক দুই লাখ ডলার বিনিয়োগ করলে তাঁকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেওয়ার কথাও বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে