মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিপদে ঐক্যবদ্ধতার বড় প্রমাণ ‘রানা প্লাজা ট্র্যাজেডি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিপদের সময় সাধারণ মানুষ যে একত্রিত হতে পারে তার বড় প্রমাণ ‘রানা প্লাজা ট্র্যাজেডি’। এমন বিপদের মুহূর্তে সহযোগিতার হাত নিয়ে সাধারণ মানুষ সেদিন ঝাপিয়ে পড়েছিল। অথচ রাষ্ট্র রানা প্লাজা ট্র্যাজেডিকে ভুলে যেতে চায়।’

রোববার (২৪ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের অনেককেই বিনা পরিচয়ে দাফন হতে হয়েছে। কি নির্মম! মালিকরা নিয়োগপত্র না দিয়েই শ্রমিতদের দিয়ে কাজ করিয়ে টাকার পাহাড় গড়েছে। তাদের এই হীন কাজের জন্যই শ্রমিকদের বিনা পরিচয়ে দাফন হতে হয়েছে। অথচ সেই মালিকদের কোনো বিচার হচ্ছে না।’

নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্র রানা প্লাজার মতো নির্মম ঘটনা মনে রাখে না। রানা প্লাজার মতো ঘটনাকে ভুলে যেতে চায় রাষ্ট্র। রানা প্লাজা ট্র্যাজেডি ভুলতে দেয়া যাবে না। এ কাজটি আইবিসিকে করতে হবে। বারবার স্মরণ করিয়ে দিতে হবে।’ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়িত হলে রানা প্লাজার মত ট্র্যাজেডি ঘটতো না।’

তিনি বলেন, ‘রানা প্লাজার ঘটনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। তারপরও ক্ষতিগ্রস্তরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। তাছাড়া জাহাজ ভাঙা ও অন্যান্য শিল্পে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না।’

শ্রমিদের ক্ষতিপূরণ দেয়ার প্রচলিত আইনের পরিবর্তন করে ক্ষতিপূরণের টাকার পরিমাণ বৃদ্ধির দাবি জানান বিএনপির এই নেতা।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের আঞ্চলিক সেক্রেটারি অপূর্বা কাওয়ার বলেন, ‘নতুন যেসব গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে, সেগুলোর কর্মপরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা ভাল। কিন্তু রামপুরাসহ ঢাকার অন্যান্য কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরি রয়েছে, যেগুলো শ্রমিকদের জন্য অনিরাপদ।’

তিনি আরো বলেন, ‘রানা প্লাজার ঘটনা সারা বিশ্বে ফোকাস হয়েছে। কিন্তু প্রতিদিনই বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকরা দুর্ঘটনার শিকার হচ্ছে। যা আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব বাবুল আখতার, ভাইস চেয়ারম্যান কুতুব উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের টেক্সটাইল ও গার্মেন্টস বিষয়ক ডিরেক্টর ক্রিস্টানা ও পলিসি ডিরেক্টর জেনি হোল্ডক্রফট প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের