বিপাশার নাটকে ঢালিউড তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী

ঢালিউড তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী আবারও নাটকে জুটি হয়ে অভিনয় করলেন। ঈদুল আযহার একটি নাটকে তাদের জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে।
অভিনেত্রী-নাট্যকার বিপাশা হায়াতের লেখা ও আরিফ খানের পরিচালনায় ঈদের নাটক ‘এ কী খেলা’য় তারা অভিনয় করেছেন। গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, মানুষের লোভ, পাপ ও প্রায়শ্চিত্ত-এগুলো নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। এই প্রবৃত্তিগুলো যখন প্রকাশ হয়ে যায় তখন সুখটাও কলুষিত হয়। আবার মানুষের ছোট কিংবা বড় পাপ কখনোই চাপা থাকে না। কালের আবর্তে তা একসময় প্রকাশ পাবেই। এই বিষয়গুলো নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।
ওমর সানী বলেন, আমি জানতাম বিপাশা হায়াত ছোটপর্দার জন্য গল্প লেখেন। কিন্তু তিনি যে এত চমৎকার লেখেন এটা আমার জানা ছিল না। সম-সাময়িক প্রেক্ষাপটে একটি চমৎকার নাটক লিখেছেন তিনি।
মৌসুমী বলেন, নাটক কিংবা টেলিফিল্মে অভিনয়ের প্রস্তাব প্রতিনিয়ত আসে। বেছে বেছে কাজও করি মাঝে মধ্যে। তবে সেগুলো অবশ্যই ভালো মানের স্ক্রিপ্ট ও পরিচালক হলে। এ নাটকটি ঠিক তেমনই। বিপাশা হায়াত দুর্দান্ত লিখেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন