বিপাশার বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন জন

বহুদিন ধরেই সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে চলেছে প্রাক্তন প্রেমিকার বিয়ে নিয়ে। বার বারই তিনি এড়িয়ে গিয়েছেন। কিন্তু অবশেষে মুখ খুললেন।
জন অ্যাব্রাহাম এবং বিপাশা বসু ১০ বছরেরও বেশি একসঙ্গে থেকেছেন। সবাই প্রায় ধরেই নিয়েছিলেন যে এই জোড়ি কোনও দিন ভাঙবে না। কিন্তু ২০১২ সালে ব্রেক আপ হয়। ব্রেক আপের বেশ কয়েক বছর আগে থেকেই দু’জনের মধ্যে সমস্যা চলছিল। অনেকবারই কিছুদিনের জন্য আলাদা থেকেছেন, আবার ঝামেলা মিটিয়ে একসাথে হয়েছেন।
শেষ পর্যন্ত সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন দু’জনে এবং তাও অত্যন্ত তিক্ততার সঙ্গে। তার পর থেকেই দু’জনের মধ্যে কোনও কথা হয়নি। ব্রেক আপের ঠিক পরেই জন বিয়ে করেন। শোনা যায়, বিপাশা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন।
বিপাশার সঙ্গে কর্ণ সিং গ্রোভারের সম্পর্ক তৈরি হওয়া এবং বিয়ের সিদ্ধান্ত যখন প্রকাশ্যে আসে তখন সংবাদমাধ্যম বার বার বিভিন্ন ইভেন্টে জনের প্রতিক্রিয়া জানতে চায়। জন প্রত্যেক বারই চুপ থেকেছেন এবং বেশ কয়েক বার বিরক্ত হয়ে কোনও কথা না বলে সাংবাদিকদের প্রশ্নোত্তর রাউন্ড ছেড়ে চলেও গিয়েছেন।
কিন্তু শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি। সম্ভবত বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। বিপাশা হনিমুন হয়ে গিয়েছে। নতুন সংসার নিয়ে তিনি যে বেশ সুখে আছেন তা সংবাদমাধ্যমে প্রায় রোজই আলোচিত হচ্ছে। তাই হয়তো এবার জনের মনে হয়েছে পুরনো তিক্ততা ভুলে পরিবর্তনকে মানিয়ে নেওয়াই ভাল।
তাই সাংবাদিকরা আবারও তাঁকে বিপাশার বিয়ে নিয়ে প্রশ্ন করতে তিনি বললেন, ‘আই উইশ হার অল দ্য বেস্ট’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন