বিপাশা সম্পর্কে অবাক করা যে তথ্য দিলেন ‘কাল্পনিক-বর’ প্রসেনজিত্

বাড়ি থেকে ফিরে জানালেন তার ‘কাল্পনিক-বর’ প্রসেনজিত্ চট্টোপাধ্যায়৷ নায়িকা বিপাশা বসু। বলিউডে তাঁর প্রথম ছবি থেকে বিয়ের পিঁড়িতে বসা পর্যন্ত সবকিছু থেকে বাঙালির নজর সরেনি এক মুহূর্তের জন্য৷ এ হন্তায় স্বপ্ননগরীতে যখন সাত পাকে ঘুরলেন নায়িকা, তখনো শহরের বাঙালিরা মনে করেছেন, এই তো ঘরের মেয়েটার বিয়ে হয়ে গেল! এর আগেও এই ধরনের সাজে অবশ্য বিপাশাকে দেখেছে এ শহরের মানুষ৷ ছবির নাম ‘সব চরিত্র কাল্পনিক’৷
লাল বেনারসী, কপালে চন্দন, গোল লাল টিপ – বিপাশাকে সেই সাজে সাজিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ৷ সেই ছবিতে বিপাশা যার সঙ্গে সাত পাকে ঘুরে গৃহপ্রবেশ করেছিলেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ আর সদ্য পেরনো উইকএন্ডে মুম্বাইয়ের সেন্ট রেগিস-এ যখন গভীর রাতে বর করণ সিং গ্রোভারের হাতে হাত রেখে নিজের রিয়েললাইফ বিয়ে সেলিব্রেট করছিলেন বিপাশা, তখনো সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তার ‘কাল্পনিক ‘-এর নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ কেমন ছিল সেই রাত? অনর্গল প্রসেনজিৎ ..
ওর বাবা-মা সবচেয়ে খুশি হয়েছে …কাজের ব্যস্ততা চূড়ান্ত৷ আমন্ত্রণ যখন পাই তখন ঠিক ছিল না মুম্বাই-এ থাকব নাকি অন্য শহরে৷ কিন্তু ‘ত্রিদেব’ ছবির ডাবিংয়ের জন্য শেষ পর্যন্ত মুম্বাইতে ছিলাম সেদিন৷ এই ছবিতে বিপাশার বর, মানে করণ আমার সঙ্গে কাজ করছে৷ তো সেই সূত্রেও আমাদের পুরো ছবির ইউনিটেরই বিপাশা -করণের রিসেপশন পার্টিতে যাওয়ার কথা ছিল৷ পৌঁছতে বেশ রাত হল৷ রাত বারোটার পর সকলের সঙ্গে আরো গল্প শুরু হল৷ যতবার আমি বলছি, ‘এবার আমি বেরোই’, ততবার বিপাশা এসে বলছে, ‘প্লিজ, আরেকটু থাকো৷’ সেদিন যখন প্রথম দেখা হল, দেখলাম ভারি সুন্দর দেখাচ্ছে বিপাশাকে৷
আর ওর চোখে-মুখে একটা আনন্দ৷ আমায় বলল, ‘তুমি যে এসেছো, তাতে সবচেয়ে খুশি হয়েছে আমার বাবা-মা’৷ আমারও সেটাই মনে হল৷ যতই হোক, বাঙালি মেয়ে৷ ওর বিয়ের রিসেপশনে কলকাতা থেকে কেউ যাওয়া মানে বিয়েতে আত্মীয় পৌঁছনোর মতো৷ বিপাশার বাবা বলছিলেন, আমাদের বাড়িতে ‘সব চরিত্র কাল্পনিক’-এর ডিভিও রয়েছে৷ সেটা আমরা মাঝে-মধ্যে চালিয়ে দেখি৷ আর বিপাশার বউ সাজে ছবিটা আমাদের বাড়িতে রয়েছে৷ ‘বিপাশাকে সেদিন ওর যত বন্ধুরা ঘিরে ছিল তাদের অনেকেই বাঙালি৷ এমনকী ওদের বাড়িতে বারোমাস কাজ করেন যারা, তাদের অনেকেই বাঙালি৷ সবারই আমার সঙ্গে ছবি তোলার আবদার৷ সেদিন রাতে রিসেপশন পার্টি হওয়ার আগে একেবারে বাঙালি মতে বিয়ের নিয়মকানুন মেনেই সাত পাকে বাঁধা পড়েছে বিপাশা৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন