বিপিএল’র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কুমিল্লা ও রাজশাহী, দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ !
পৃথিবী জুড়ে এখন চলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগ। এর মধ্যে বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আজ। বলা হয়ে থাকে, আইপিএলের পরই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের পছন্দের টি-টোয়েন্টি টুর্নামেন্ট এই বিপিএল। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের খেলা দিয়ে দুপুর আড়াইটায় মাঠে গড়াচ্ছে বিপিএল।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দল – কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলস।
আর্থিক বিশৃঙ্খলায় বাদ পড়েছে গত আসরের দল সিলেট সুপারস্টারস। আর এবার নতুন যুক্ত হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। আজ উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে রাজশাহী কিংসের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
এবার আসরে সময় স্বল্পতার কারণে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। প্রতি আসরে জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান করা হলেও এবার ইংল্যান্ড সিরিজ শেষে মাত্র ৪ দিন সময় পেয়েছে বিসিবি এই আসর শুরু করার জন্য। তাই বাদ দিতে হয়েছে সে অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সাতটি দল। এত খেলোয়াড়, কর্মকর্তা ও সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিরপুর একাডেমি।
শুক্রবার আরও উত্তাল হয়ে উঠেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এদিকে মিরপুর স্টেডিয়ামে বেলা ২টা ৩০ মিনিটে মাশরাফি মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ড্যারেন স্যামির রাজশাহী কিংস মুখোমুখি হচ্ছে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
কুমিল্লাকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে রাহশাহীর নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
দুটি দলই জয় দিয়ে শুরু করতে চায়। তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সম্ভাব্য একাদশ
১. মাশরাফি বিন মুর্তজা
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. নাজমুল হোসেন শান্ত
৫. মোহাম্মদ সাইফউদ্দিন
৬. মোহাম্মদ শরীফ
৭. সোহেল তানভীর
৮. সৈকত আলী
৯. রশিদ খান
১০. আসহার জাইদি
১১. আহমেদ শেহজাদ।
রাজশাহী কিংস এর সম্ভাব্য একাদশ:
১. সাব্বির রহমান রুম্মান
২. কাজী নুরুল হাসান সোহান
৩. মেহেদী হাসান মিরাজ
৪. মুমিনুল হক সৌরভ
৫. ফরহাদ রেজা
৬. আবুল হাসান রাজু
৭. মোহাম্মদ সামি
৮. এবাদত হোসেন
৯. ড্যারেন স্যামি
১০. মিলিন্দা সিরিবর্ধনে
১১. সামিত প্যাটেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন