বিপিএলেও মিরাজ ভেলকি দেখতে চান স্যামি

তিনি ইংল্যান্ড বধের নায়ক। মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে ইংল্যান্ড ব্যাটসম্যানরা ছিলেন রীতিমতো নাকাল। বাংলাদেশ দলের এই তরুণ-তুর্কির বোলিং বোলিং কৃতিত্ব দেখে রীতিমতো অবিভূত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনাক ড্যারেন স্যামি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেই মিরাজকেই নিজ দলে পেয়েছেন সামি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা এবার বিপিএলেও চান এই ক্যারিবীয় ক্রিকেটার।
বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে নতুন সতীর্থকে নিয়ে স্যামি বলেন, ‘বয়সে এখনো সে তরুণ। কিন্তু মাঠে সে পরিপক্বতার পরিচয় দিয়েছে, সেটা আমি দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। আমার বিশ্বাস বিপিএলেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই টেস্টে মিরাজ বল হাতে অসাধারণ সাফল্য পেয়েছেন। নিয়েছেন ১৯ উইকেট। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ছয় উইকেট নিয়ে চমকে দেন তিনি। অবশ্য দ্বিতীয় ইনিংসে এক উইকেট পান। আর ঢাকা টেস্টে দুই ইনিংসেই ছটি করে উইকেট রীতিমতো আলোড়ন সৃষ্টি এই তরুণ অফস্পিনার।
বিপিএলের প্রথম দিনেই মাঠে স্যামি-মিরাজের দল রাজশাহী কিংস। শুক্রবার প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন