বিপিএলেও সবার ওপরে সাকিব
বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও ছাড়িয়ে গেলেন সবাইকে। বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন তিনি। সর্বোচ্চ উইকেটের পাশাপাশি প্রথম বোলার হিসেবে বিপিএলে ৫০ উইকেট শিকার করেন সাকিব। উল্লেখ্য শুধু বিপিএল নয়, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরমেটেই বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব।
শুক্রবার বিপিএলের চতুর্থ আসরের সপ্তম ম্যাচে রাজশাহী কিংসের ব্যাটসম্যান রনি তালুকদারকে সাজঘরে পাঠিয়ে ৫০তম উইকেটটি শিকার করেন ঢাকা ডায়নামাইটসের এ অধিনায়ক। সেই সঙ্গে কেভন কুপারকে পেছনে ফেলে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন সাকিব।
৪৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয়ান পেসার কেভন কুপার। সমান ৪৯ উইকেট নিয়ে কুপারের পাশেই ছিলেন সাকিব। আজ একটি উইকেট নিয়ে কুপারকে পেছনে ফেলেন সাকিব।
বিপিএলের গত আসরে ২৯ ম্যাচ খেলে কুপার নিয়েছেন ৪৯ উইকেট। কুপারকে টপকে যেতে সাকিবের লেগেছে ৩৬ ম্যাচ। পেসার কুপার এবারের আসরে খেলছেন খুলনা টাইটানসের হয়ে। যদিও এখনও ম্যাচ খেলতে নামা হয়নি তার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন