বিপিএলের আজকের ম্যাচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের শেখ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২ টায় তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস লড়বে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাহমুদুল্লা রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হবে কুমারা সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস।
পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে চট্টগ্রাম ভাইকিংস। চট্টগ্রাম ভাইকিংস তাদের নিজেদের মাঠে প্রথম ম্যাচে গতকাল বরিশাল বুলসের কাছে হেরে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই চট্টগ্রামে লক্ষ্য থাকবে আজকে ম্যাচ জিতে নিজেদের মাটিতে প্রথম জয় তুলে নেয়া। অপর দিকে পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে রংপুর রাইডার্স।
অন্যদিকে চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে বরিশাল বুলস। গতকাল চট্টগ্রাম ভাইকিংসকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে বরিশাল বুলস। আর সমান ম্যাচে সমান জয় নিয়ে রানরেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ঢাকা ডাইনামাইটস। দুই দলের লক্ষ্য থাকবে আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন