বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭টি দলের অংশগ্রহণে বিপিএলের চতুর্থ আসরের খেলা মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। ফাইনাল ম্যাচ হবে ৯ ডিসেম্বর।
প্রথমবারের মতো বিপিএলের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
মোট ৪৬টি ম্যাচ বিপিএলের এবারের আসরে অনুষ্ঠিত হবে। গত দুই আসরের মতো এ আসরেও রয়েছে এলিমিনেটর রাউন্ড।
গ্রুপপর্বের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফাইয়ার। বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ দিয়ে। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর রাউন্ড। এলিমিনেটর রাউন্ডের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার।
গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে দুপুরের ম্যাচগুলো দুপুর ২টায় এবং সন্ধ্যার ম্যাচগুলো ৭টায় শুরু হবে। শুক্রবার দুপুরের ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, সন্ধ্যার ম্যাচ হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
বিপিএলের সাত দল, দেশি-বিদেশি ক্রিকেটারের পূর্ণাঙ্গ তালিকা এক নজরে দেখে নিন..!
মিরপুর শের-ই-বাংলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে বিপিএলের যাত্রা শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত মিরপুরে প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এরপর বিপিএলের ম্যাচগুলো হবে চট্টগ্রামে। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেটা এখনো চূড়ান্ত করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।
এরপর ২৫ নভেম্বর থেকে মিরপুরে আবারও বিপিএলের ম্যাচগুলো শুরু হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন