বিপিএলের নতুন আইকন সাব্বির-সৌম্য

বিপিএলের ৪র্থ আসরে আইকন ক্রিকেটারের তালিকায় যোগ হচ্ছে সাব্বির রহমান ও সৌম্য সরকারের নাম। বাদ পড়ছেন নাসির হোসেন। এছাড়া ৭ আইকন ক্রিকেটার কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন তা নির্ধারিত হবে সমঝোতার ভিত্তিতে।
বিষয়গুলো প্রস্তাব করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৩০ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
গেলো আসরে আইকন ক্রিকেটার হিসেবে ঢাকা ডাইনামাইটসে খেলেছিলেন নাসির হোসেন। তবে এবার সেই তালিকা থেকে বাদ যাচ্ছে রংপুরের এই ক্রিকেটারের নাম। নতুন আইকন ক্রিকেটার হিসেবে যোগ হচ্ছে সাব্বির রহমান ও সৌম্য সরকারের নাম। তারা যথাক্রমে খেলবেন রাজশাহী ও রংপুর ফ্র্যাঞ্চাইজি’তে।
সাকিব আল হাসান খেলবেন ঢাকা ডাইনামাইটসে। এছাড়া পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই থেকে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।
নতুন দল খুলনা টাইটানসে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট অধিনায়ক মুশফিক খেলবেন বরিশালে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেই বিষয়টিগুলো চূড়ান্ত করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর পূর্ব ঘোষণা অনুযায়ী এবার বাড়ছে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক।
সর্বোচ্চ ৫৫ লাখ টাকা মূল্য ধরা হয়েছে সাকিব আল হাসানের। এরপর ৫০ লাখ টাকা পাবেন মাশরাফি, মুশফিক, তামিম ও মাহমুদুল্লাহ। আর সৌম্য ও সাব্বিরের ৪০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তাব করে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন