‘বিপিএলের পারফরম্যান্স নিউজিল্যান্ড সফরে কাজে দেবে’
আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে জমজমাট আসর সাজালেও দিনশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘরোয়া আসরই। ক্রিকেটের হিসেবে বিপিএলকে তাই তেমন গুরুত্বের সাথে দেখা হয় না। এখানকার পারফরম্যান্সও খুব বেশি গুরুত্ব বহন করে না। জাতীয় দলের সাথে বিস্তর একটা পার্থক্যের জায়গা থেকেই যায়। তবু এখানকার পারফরম্যান্স আসন্ন নিউজিল্যান্ড সফরে কাজে দেবে বলে বিশ্বাস মাশরাফি বিন মুর্জতার।
জাতীয় দলের ব্যাপারটি পুরোপুরি আলাদা হলেও বিপিএল থেকে পাওয়া আত্মবিশ্বাস কিছুটা হলেও কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘যারা উইকেট পেয়েছে, যারা রান পেয়েছে তারা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে যে তারা রান করেছে, উইকেট পেয়েছে। বল করলে উইকেট পাচ্ছে। এটা কিছুটা হলেও সাহায্য করবে।’
তবে জাতীয় দলের সাথে বিপিএলের পার্থক্যের কথাও মনে করিয়ে দিলেন মাশরাফি। নিজেদেরে শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে আট রানের হারানোর পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক বলেন, ‘আত্মবিশ্বাস নিয়ে যদি চিন্তা করেন তাহলে তাদের ভালো লাগবে। আমরা যে ক্রিকেট খেলতে যাব কিংবা জাতীয় দল যে ন্যাশনাল ক্রিকেট খেলতে যাবে তার সঙ্গে এটার কোনো মিল নেই।’
তাই বিপিএলে ভালো পারফরম্যান্স হলেই যে নিউজিল্যান্ডেও হবে তেমন মনে করছেন না মাশরাফি। তিনি বলেন, ‘যদি এটা চিন্তা করেন যে এখানে ভালো খেলেছে, ওখানেও ভালো হবে, এটা হবে না। কারণ ওখানে প্রথমত কন্ডিশন ভিন্ন, উইকেট ভিন্ন। যারা রান করেছে তারা আত্মবিশ্বাসী থাকতে পারে। বোলিংয়ে এখানে যেমন করেছে ওখানে আরও কঠিন হবে। বোলারদের আরও কাজ করতে হবে।’
তবে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ডে রান করাটা সহজ হবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কথা শুনলেই আমরা ভাবি যে সিমিং কন্ডিশন। আসলে ওই রকম কিছুই থাকে না। বরং আপনি দেখবেন ওখানকার উইকেটে ৩৫০-৪০০ রান করে খেলা হয়। শটস খেলতে ব্যাটসম্যানদের সুবিধা আরও অনেক বেশি। আমার কাছে মনে হয় মানসিকভাবে প্রস্তুত থাকলে এখানের চেয়ে ওখানে রান করায় ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন