বিপিএলের বর্ণাঢ্য উদ্বোধনের প্রতীক্ষা
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের তৃতীয় আসরের ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামী রোববার থেকে। তবে তার দুদিন আগে, শুক্রবার এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রায় চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড তারকা হৃত্বিক রোশন। তাঁর সঙ্গে থাকবেন বলিউডের নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের সঙ্গীতশিল্পী কেকেও পারফর্ম করবেন।
শুধু ভারত নয়, বাংলাদেশের তারকা শিল্পীদের সুরের মূর্চ্ছনাতেও ভেসে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা গান গাইবেন। তাঁদের সঙ্গে থাকবেন মমতাজ। সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ড দল এলআরবি আর চিরকুটও।
শুধু খেলা নয়, নৃত্য-গীতের ঝঙ্কারেও সবার মন জয় করার লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল কর্তৃপক্ষের। কিছু দিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘বিপিএলের প্রথম দুই আসরের ধারাবাহিকতা ধরে রেখে আমরা এবারও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাই। তাই হৃত্বিক ও জ্যাকুলিনকে আনার পরিকল্পনা। তবে আমরা শুধু বিদেশি শিল্পীই আনছি না, এ দেশের জনপ্রিয় শিল্পীদেরও রাখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে।’
বাংলাদেশ এখন সেই জমজমাট অনুষ্ঠানের প্রতীক্ষায়!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন