বিপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় ক্রিস গেইল, জেনে নিন কত!
নিলাম প্রথা বাদ হওয়ার পর ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে দলে ক্রিকেটারদের ভিড়ানোর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন ফ্যাঞ্চাইজি কাকে সবচেয়ে বেশি দাম দিয়ে দলে ভিড়াচ্ছে তা সবসময়ই থেকে যায় অজানা। বিভিন্ন সূত্রমতে এ বিষয়ে তথ্য পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় না আনুষ্ঠানিক কোন ঘোষণা। বিগত আসরগুলোর মতো এবারের আসরেও বিপিএলের সবচেয়ে দাম হাঁকানো প্লেয়ার হতে যাচ্ছেন ক্রিস গেইল বলে জানা গেছে।
চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়া ক্রিস গেইল চার ম্যাচের জন্য পারিশ্রমিক নিবেন প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে দলীয় সূত্রে জানা গেছে, তবে এ বিষয়ে চট্টগ্রাম ভাইকিংসের পক্ষ থেকে পাওয়া যায়নি কোন আনুষ্ঠানিক বক্তব্য।
উল্লেখ্য, বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের মূল্য বিপিএল গভর্নিং কমিটি নির্ধারণ করে দিলেও তালিকার বাইরে থেকে নিজেদের পছন্দের মতো বিদেশী ক্রিকেটারদের দলে ভিড়াতে হাঁকান উচ্চ মূল্য। সীমানা ছাড়ানো দাম হাঁকিয়ে দলে ভিড়ানোর পর তা মিটানোর সময়ও তাই প্রায়ই ফ্যাঞ্চাইজিগুলোকে পড়তে হয় চাপে। যারফলে বিদেশী ক্রিকেটারদের মূ্ল্যের ব্যাপারে প্রায় সময়ই রাখা হয়ে থাকে এক ধরণের গোপনীয়তা।
চলতি বিপিএলের চতুর্থ আসরে বিপিএল গভর্নিং কমিটির নির্ধারিত মূল্য স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী মূল্য সাকিব আল হাসানের (৫৫ লাখ) এরপরই রয়েছেন বাকী আইকন ক্রিকেটাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন