বিপিএলের সেই আগুনে রাজশাহীকে পোড়ালেন তাসকিন
২০১৩ সালের বিপিএল তখনো টিনএজার তাসকিন আহমেদকে চিনিয়েছিল। বিপিএল তাই তরুণ ফাস্ট বোলারের মনে সবসময় আলাদা জায়গা করেই থাকবে। আর এবারও সেই বিপিএল কৃতজ্ঞতার শেকলে বাধলো দেশের অন্যতম গতিশীল বোলারকে। টানা চার হারে দুঃস্বপ্নের মধ্যে ছিল চিটাগং। এমন সময় এবারের বিপিএলে দ্বিতীয় বোলার হিসেবে তাসকিন ৫ উইকেট নিলেন। চিটাগংকে জয়ে ফেরাতে রাখলেন অন্যতম প্রধান ভূমিকা। রাজশাহী কিংসকে তাসকিনরা শুক্রবার হারালেন ১৯ রানে।
৪ ওভারে ৩১ রানে ৫ উইকেট। বিপিএলের ইতিহাসেরই পঞ্চম সেরা বোলিং পারফরম্যান্স তাসকিনের। এই আসরে মোট ৫ উইকেটের রেকর্ড আছে ৬টি। ষষ্ঠটি তাসকিনের। এবারের বিপিএলে রাজশাহী কিংসের আবুল হাসানের পর দ্বিতীয় ৫ উইকেটের কীর্তিটা তাসকিনের। এটা তার টি-টোয়েন্টির সেরা বোলিংও। প্রথম ৫ উইকেট।
২১ বছরের তাসকিন অবশ্য তাও ম্যাচ সেরা নন। মোহাম্মদ নবি ব্যাটে ঝড় তোলার পর বল হাতেও নৈপুণ্য দেখিয়ে ওই পুরস্কারটা জিতেছেন। কিন্তু তাসকিন তো জিতেছেন বোলারদের জন্য সবচেয়ে আকাঙ্খিত ৫ উইকেটের পুরস্কার। তার আর কি লাগে!
আসলে এটা কি ডান হাতি পেসারের প্রমাণের ম্যাচও ছিল না? প্রথম ৪ ম্যাচের ৩টি খেলে ৪ উইকেট। আগের দিন ঢাকা ডায়নামাইটসের কাছে হারা ম্যাচে একাদশে ছিলেন না। ফিরেই জ্বললেন তাসকিন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯০ রান করেছিল চিটাগং। জিততে মরিয়া চিটাগংকে শুরুতে ভয় দেখালেন মুমিনুল হক (২২)। কিন্তু পঞ্চম ওভারে বল হাতে পেয়েই মুমিনুলকে ফিরিয়েছেন তাসকিন। ২ উইকেট পড়ার পর সাব্বির রহমান ও উমর আকমল (২১) বেশ জাকিয়ে বসেছেন। ১৩তম ওভারে অধিনায়ক তামিম ইকবাল আবার তাসকিনকে ডাকেন। এবার উমরকে আউট করে জুটি ভেঙে ডেথ ওভারের অপেক্ষায় থাকেন তাসকিন।
১৮তম ওভারে যখন ফেরেন তখনো চিটাগংয়ের সামনে কিছুটা শঙ্কা থাকে। কিন্তু মিলিন্দা সিরিবর্ধনে (৪) ও মেহেদী হাসান মিরাজকে (২) পর পর দুই বলে আউট করেন তাসকিন। হ্যাটট্রিকের সুযোগটা কাজে লাগাতে পারেননি। কিন্তু ম্যাচের শেষ ওভারে ফরহাদ রেজাকেও (৯) শিকার করে বিপিএলে প্রথমবার ৫ উইকেট শিকারের উৎসবে মাতেন তাসকিন।
বিপিএলে খেলা তিন আসরেই তাসকিনের দল চিটাগং। দল বদলাতে হয়নি। ২০১৩ আসরে মাত্র ৪ ম্যাচেই ৮ উইকেট নিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন। সেবার ৩১ রানে ৪ উইকেট এতদিন ছিল বিপিএলে তাসকিনের সেরা। সেটা ছাড়িয়ে গেলেন। গত আসরে ৭ ম্যাচে ৪ উইকেট তাসকিনের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি। কিন্তু এবার? ৪ ম্যাচে ৮ উইকেট! এবারের বিপিএলকে আরো স্মরণীয় করে রাখার ফুয়েল তো এই এখানেই পেয়ে গেলেন তাসকিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন