শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিপিএলে আফিফের রূপকথার অভিষেক!

রূপকথার অভিষেক বুঝি একেই বলে! আফিফ হোসেন নামে কোনো ক্রিকেটারের নাম আগে শুনেছেন? জাতীয় পর্যায়ে খেলেননি। অনূর্ধ্ব-১৯ দলের ১৭ বছর বয়সী খেলোয়াড়।

আরো নির্দিষ্ট করে বললে ১৭ বছর ৭২ দিন। সেই তিনি শনিবার বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে চিটাগং কিংসের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ৪ ওভারে ১ মেইডেন দিয়ে ২১ রানে ৫ উইকেট এই রাজশাহী কিংসের অফ স্পিনারের! সর্বকনিষ্ঠ হিসেবে বিপিএলের বোলিংয়ের সবগুলো রেকর্ডই যে তার! এই আসরে কোনো বাংলাদেশি বোলারের সেরা ম্যাচ ফিগার আফিফের। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তিটাও তার।

বিপিএলের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক আফিফ ক্যারিয়ারের প্রথম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেই। প্লে অফে টিকে থাকতে প্রথম পর্বের শেষ ম্যাচে আফিফকে নিয়ে জুয়াই খেলেছিলেন ড্যারেন স্যামিরা। অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে। একটাও ম্যাচ খেলেননি সামনেই শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক। সদ্য তরুণ আফিফই ট্রাম্প কার্ড স্যামির! তারপর আফিফ টি-টোয়েন্টি অভিষেকে ৫ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের খেলায় ৯ রানে ২ উইকেট হারিয়েছিল চিটাগং। অধিনায়ক তামিম ইকবাল (০) ও এনামুল হক (৮) ফিরে গেছেন। ক্রিস গেইল আছেন। সতর্ক। পঞ্চম ওভারে আফিফের হাতে বল তুলে দিলেন স্যামি। বিপিএলে ক্যারিয়ারের তৃতীয় বলেই উইকেট আফিফের। জহুরুল ইসলাম (১৩) এলবিডাব্লিউর শিকার। প্রথম দুই বলে বাউন্ডারির শোধ! যদিও আম্পায়ারের সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ।

কিন্তু এরপর আফিফ যা করলেন তাতে কোনো প্রশ্ন থাকল না। থাকল কেবল অনাবিল মুগ্ধতা। ২৭৬তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা এই সংস্করণের সবচেয়ে বড় ব্যাটসম্যান গেইল বোল্ড! মাত্র ৫ রানে। নিজের দ্বিতীয় ওভারে আফিফের রূপকথার উইকেট! গেইল বলের লাইনই ধরতে পারেননি।

টানা ৩ ওভার করলেন আফিফ। ৩-০-২১-৩ তখন ফিগার। তৃতীয় ওভারে জাকির হাসান (৩) তুলে মারলেন। সাব্বির রহমান চমৎকার ক্যাচটা নিলেন। ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে খাবি খায় চিটাগং।

আরো ৩ ওভার পর ১৩তম ওভারে নিজের কোটা পূরণ করতে আসেন আফিফ। ততক্ষণে তিনি আতঙ্ক। আগের ওভারে নাজমুল ইসলাম ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ নবিকে (১২)। আফিফ এসে স্রেফ ধ্বংসস্তুপে পরিণত করলেন চিটাগংয়ের ইনিংসকে। প্রথম বলেই এলবিডাব্লিউর শিকার সাকলাইন সজীব (১)। পঞ্চম বলে পাকিস্তানি ইমরান খান (০) উইকেটের পেছনে ক্যাচ দেন।

১২.৫ ওভার। ৮ উইকেটে ৭০ রান চিটাগংয়ের। আফিফ ৫ উইকেট শিকারের আনন্দে মাতেন। তাকে ঘিরে ধরেন স্যামিরা। উৎসব। মেহেদী হাসান মিরাজ বুকে টেনে নেন আফিফকে। কদিন আগে মেহেদী এসেছেন টেস্টের বিস্ময় অফ স্পিনার হয়ে। এবার বিপিএলের বিস্ময় হয়ে আবির্ভাব তার চেয়ে ২ বছরের ছোট আফিফের। মেহেদীর সাথেই আফিফের ফেসবুকের প্রোফাইল পিকচার। বিপিএলের সময় দুজন কাছাকাছি ছিলেন সবসময়। শেষ ওভারটি ডাবল উইকেট মেডেন হওয়ায় আফিফের মহীমা আরো বাড়ে। বিপিএলের ইতিহাসে ইনিংসে সপ্তম ৫ উইকেটের কীর্তি আফিফের।

বিকেএসপির শিক্ষার্থী আফিফ আসলে আবির্ভাবে ধাঁধা লাগিয়ে দিলেন সবার চোখে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে তামিমদের চিটাগং। তাদের যে কিছু বুঝে ওঠার আগেই পঙ্গু করে ছাড়লেন আফিফ। তবে ঝড়ের মুখে শোয়েব মালিক ৬৭ রানের অপরাজিত ইনিংস খেললেন। তাতে চিটাগং ৯ উইকেটে ১১১ রান করতে পেরেছে। জয়ের জন্য তা কি আর যথেষ্ট!

 

তামিম-গেইল থাকা অবস্থায় ম্যাচ হেরে গেল চিটাগাং

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি