বিপিএলে এবার যে দলের হয়ে মাঠে নামবেন ব্র্যাভো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনো অনেক দিন বাকি। আর এরই মধ্যে দল গোছানো প্রায় শেষের দিকে ফ্র্যাঞ্জাইজিগুলোর। তবে গত আসরে ঢাকা ডায়নাইটসের হয়ে খেলেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। আর সেবার দলকে চ্যাম্পিয়ন করতে অন্যতম ভূমিকা রেখেছিলেন তিনি।
তবে গত আসরের এবারও বিপিএলে নাম লিখিয়েছেন তিনি। তবে এবার ঢাকা নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তিনি। তবে, পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না এই ক্যারিবীয় তারকা।
দল যদি প্লে-অফ পর্বে উঠে তাহলে খেলতে আসবেন ব্রাভো।
আর ইতোমধ্যেই আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টরিয়ান্স।
এখন পর্যন্ত জানা এই যে, আগামী ২ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। তার আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। গত আসরে সাতটি দল অংশ নিলেও এবার আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন