বিপিএলে কেন নিষ্প্রভ ছিলেন গেইল?
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে মেলে ধরতে পারেননি ক্রিস গেইল। চিটাগং ভাইকিংসের হয়ে চতুর্থ আসরে খেলতে এসেই ঘোষণা দিয়েছিলেন এবার ৫৫টি ছক্কা হাঁকাবেন তিনি।
তবে, পাঁচ ম্যাচে ১০ ছক্কায় থেমেছেন তিনি। মোটে ১০৯ রান করেছেন। তার ব্যাট থেকে একটা সেঞ্চুরি তো দূরের কথা হাফ সেঞ্চুরিও দেখেনি বাংলাদেশের দর্শকরা।
ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল নিজেই এমন নিষ্প্রভ ব্যাটিংয়ের ব্যাখ্যাটা দিয়েছেন। জানিয়েছেন, মূলত ইনজুরির কারণেই নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্যাটিং দানব।
সর্বশেষ গত আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর এই অস্ত্রোপচারই তাকে মাঠ থেকে দূরে রেখেছিল। ফিরেছিলেন বিপিএল দিয়েই। তবে, ব্যাথাটা বিপিএলের মাঝে তাকে যথেষ্ট ভুগিয়েছে।
গেইল বলেন, ‘পিঠের সার্জারির পর এখনও জায়গাটায় মাঝে মধ্যে ব্যাথা হয়। মাঝে মধ্যে মনে হয় জায়গায় আগুন জ্বলছে। গত সপ্তাহে আমি বিপিএল খেলতে বাংলাদেশে ছিলাম। তখন ওই ব্যাথাটা আমাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন