বিপিএলে কেমন করলেন বাংলাদেশি তারকারা

পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবার হিসাব কষার পালা, কেমন করলেন বাংলাদেশি তারকারা। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হয়েছে তা নিয়ে এখন চলছে বিচার-বিশ্লেষণ। আশার কথা, এবারের আসরে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া।
ব্যাটিংয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স। শীর্ষ তিন ব্যাটসম্যানের মধ্যে তিনজনই বাংলাদেশের- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান। এ ছাড়া মেহেদী মারুফ ও মুশফিকুর রহিমও ব্যাট হাতে দারুণ খেলেছেন।
বিপিএলে ব্যাটহাতে সবচেয়ে বেশি উজ্জ্বলতা ছড়িয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম অধিনায়ক ১৩ ম্যাচ খেলে করেছেন ৪৭৬ রান। যাতে ছয়টি অর্ধশতক রয়েছে।৭৫ রানের ইনিংসটি তাঁর সর্বোচ্চ।
এরপরই আছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৪ ম্যাচ খেলে দুটি অর্ধশতকে তিনি করেছেন ৩৯৬ রান। আর তৃতীয় স্থানে থাকা সাব্বির রহমানের সংগ্রহ ১৫ ম্যাচে ৩৭৭ রান। এবারের বিপিএলের একমাত্র শতকটি করেছেন রংপুর রাইডার্সের এই হার্ডহিটার ব্যাটসম্যান।
আর ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফও ব্যাটহাতে বেশ উজ্জ্বল ছিলেন। ১৪ ম্যাচে ৩৪৭ রান করে সবার নজর কেড়েছেন তিনি। দৃষ্টি কেড়েছেন নির্বাচকদেরও। আর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও কম যাননি। বরিশাল বুলসের অধিনায়ক ১২ ম্যাচে ৩৪১ রান করেন।
অবশ্য বোলিংয়ে সেরা তিনজনের কাতারে বাংলাদেশি কোনো বোলার থাকতে না পারলেও খুলনার শফিউল ইসলাম, ঢাকার মোহাম্মদ শহীদ, রংপুরের রুবেল হোসেন ও চিটাগংয়ের তাসকিন আহমেদ বলহাতে দারুণ সাফল্য পেয়েছেন।
পেসার শফিউল ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে শহীদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা রুবেল এবং তাসকিনও ১৫টি উইকেট করে নিয়েছেন।
আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া মাহমুদউল্লাহ ব্যাটহাতে যেমন সফল ছিলেন, বলহাতেও কম উজ্জ্বলতা ছড়াননি। ১৪ ম্যাচ খেলে তিনি ১০টি উইকেট নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন