‘বিপিএলে খেলছি না’ কঠিন ভাষায় মিলারের টুইট!

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর চতুর্থ আসরে খেলবেন না তা টুইটার পোস্টের মাধ্যমে ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিলো তার। কিন্তু নিজের টুইটারে এক টুইট বার্তায় বিপিএলে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মিলার।
নিজের টুইটার অ্যাকাউন্টে কঠিন ভাষায় ‘কিলার মিলার’ খ্যাত এই ক্রিকেটার লিখেন, “আমি চাই না আমাকে আবারও জিজ্ঞেস করা হোক। চলতি বছর বিপিএলে আমি খেলছি না।”
মিলারের টুইটের ভাষায় অনুমান করা কঠিন নয় যে তাকে একাধিকবার অনুরোধ করা হয়েছে বিপিএলে খেলার জন্য। চলতি আসরের শুরু থেকেই ভালো পারফরমেন্স দেখিয়ে আসছে রংপুর। ৫ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে সৌম্য সরকারের দল। মিলারের অনুপস্থিতিতে তাদের উপর কী প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন