বিপিএলে দল নিচ্ছেন অর্থমন্ত্রী

নভেম্বর আসতে বাকি আরও পাঁচ মাস। হাতে পর্যাপ্ত সময় রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আয়োজনের তোড়জোড় শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫ নভেম্বর শুরু হবে আগামী আসর। তার আগে ২ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)আগামী আসরের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। এরই সাথে বিপিএলের নতুন ভেন্যু হিসেবে এবছর থেকে আত্মপ্রকাশ করবে এই স্টেডিয়ামটি।
এর আগের চার বিপিলে আসর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো।
এবার তৃতীয় ভেন্যু হিসেবে সিলেটে ম্যাচ আয়োজন করার কথা নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
শনিবার (২০মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রামের পর এবারই প্রথমবারের মতো সিলেটে খেলা অনুষ্ঠিত হবে’।
অবশ্য ভেন্যুর পাশাপাশি আগামী আসরে দল হিসেবেও ফিরছে সিলেট। এই দলের সার্বিক দায়িত্বে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলে জানিয়েছেন সোহেল। এই প্রসঙ্গে তিনি বলেন,
‘গত আসরে সিলেটকে রেখেছিলাম যাতে ভালো কাউকে দিয়ে পরিচালনা করা যায়। অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজে নিয়েছেন। আমরা আশা করি গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে’।
উল্লেখ্য, বিপিএলের আসরে প্লেয়ারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বিপিএল আসরে অংশ নিতে পারেনি সিলেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন