বিপিএলে ভালো খেলা দু’একজন নিউজিল্যান্ড সফরে থাকবে: বিসিবি সভাপতি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ভালো করা খেলোয়াড়রা নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবে বলে ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, এবারের বিপিএলের সবচেয়ে ভালো অর্জন হলো লোকাল খেলোয়াড়রা ভালো খেলছে। তামিম মুশফিক রানে ফিরেছে, সাব্বির একটা অসাধারণ ইনিংস আমাদের উপহার দিয়েছে। নাসির ভালো খেলছে। পুরানোদের মধ্যে মেহেদী মারুফ ও শাহরিয়ার নাফিস অসম্ভব ভালো খেলছে।
“এটা চিন্তা করে ইতিমধ্যে আমি আমার বার্তা বিসিবিকে দিয়ে দিয়েছি। কোচের সঙ্গে কথা হয়েছে, সিলেক্টরদের সঙ্গে কথা হয়েছে, অপারেশন্স হেড আকরাম খানের সঙ্গে কথা হয়েছে। আসলে আমরা অতিরিক্ত খেলোয়াড় দরকার হলে পাঠাবো। এখানে যারা পারফর্ম করছে এদেরকে কিভাবে দলের সঙ্গে অন্তর্ভুক্তি করা যায় তাও ভাবছি।”
বিসিবি সভাপতি আরো যোগ করে বলেন, নিউজিল্যান্ড সফরে দল হয় চেঞ্জ হবে অথবা অতিরিক্ত খেলোয়াড় যাবে এটা আমার ধারণা এখন পর্যন্ত। যেহেতু বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো আমায় কনফার্ম করেনি, তবে আমার ধারণা দুই একজন যাবে।
বিপিএল শুধু একটা ভেন্যু তে আটকে থাকবে কি না- এমন প্রশ্নে পাপন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে সব জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এখানে একাধিক ইস্যু জড়িত। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হোটেলস। যদি রাজশাহীতে বিপিএল করতে চাই তবে খেলোয়াড়দের রাখবো কোথায়? খুলনায় একটা আছে, তবে অন্যান্য জায়গায় ভালো কোনো হোটেল আছে কিনা আমার জানা নেই। যেসব জায়গায় উন্নত মানের হোটেল আছে সেসব জায়গায় নিয়ে যাব। তবে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বিপিএলকে সব জায়গায় নিয়ে যাওয়া।
নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ স্পিন বোলিং কোচ পাবে কিনা- এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, পাওয়ার সম্ভাবনা কম। কারণ সময় অনেক কম আছে, তারপরেও আমরা এখনো দেখছি। আসলে স্পিন বোলিং কোচ কিন্তু অনেক সহজলভ্য। কিন্তু আমরা আসলে যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না। আমরা আরেকটু অপেক্ষা করব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন