বিপিএলে মিলারের মূল্য প্রতি ম্যাচে ২০ লাখ টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলার এবং অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।
তবে এই দুই ক্রিকেটারের জন্য বিশাল অংকের টাকা ব্যয় করতে হবে রংপুরকে।
ঢাকা পর্বের শেষ ৬ ম্যাচে রংপুরের হয়ে খেলার কথা রয়েছে মিলার এবং ওয়াটসনের। প্রতি ম্যাচে মিলারকে ২৫ হাজার ডলার দিতে হবে। আর ওয়াটসনকে দিতে হবে মিলারের চেয়েও বেশি টাকা।
রংপুর রাইডার্সের চেয়ারম্যান ড. এরতেজা হাসান বিষয়টি জানিয়েছেন।
এরতেজা জানান, মিলারকে দিতে হবে ম্যাচ প্রতি প্রায় ২০ লাখ টাকা আর ওয়াটসনের জন্য আরও বেশি টাকা ব্যয় করতে হবে।
রংপুর রাইডার্স বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে। দলটিতে খেলছেন মোহাম্মদ শেহজাদ ও শহীদ আফ্রিদির মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। তবে দলের আইকন ক্রিকেটার সৌম্য সরকার একেবারেই ফর্মে নেই। দলটিতে বল হাতে আলো ছড়াচ্ছেন স্পিনার সোহাগ গাজী।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন