বিপিএলে রেকর্ড গড়লেন শাহজাদ
রংপুরের হয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছে আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের। এরই মধ্যে পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬৯ রান। তবে বিপিএলে প্রথমবার খেলতে এসে এক ইনিংসে পাঁচ ডিসমিসাল করে নতুন এক রেকর্ড গড়লেন রংপুর রাইডার্সের এ উইকেটরক্ষক।
বিপিএলের চার আসরে এই প্রথম কোনো উইকেটরক্ষক এক ম্যাচে পাঁচ ডিসমিসাল করলেন। এর আগে এক ম্যাচে চার ডিসমিসালের ঘটনা আছে মুশফিকুর রহীম, এনামুল হক বিজয়, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের। চলতি আসরে মোহাম্মদ শাহজাদ ছাড়া আর কেউ কোন এক ম্যাচে চার ডিসমিসালও করতে পারেনি।
এদিকে চলতি আসরে ৯ ডিসমিলসাল নিয়ে সবার ওপরে আছে ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। আর ৮ ডিসমিসাল নিয়ে তার পরেই রয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এর ইতিহাসে সর্বাধিক ৩৮ ডিসমিসাল মুশফিকুর রহীমের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন