বিপিএলে লজ্জার রেকর্ড গড়ল খুলনা টাইটান্স

বিপিএলের তৃতীয় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
টস জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। টস জিতে অবশ্য তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করতে নামে খুলনা।
প্রথম ম্যাচটি দারুণভাবে জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে তারা। ১০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করেছে মাত্র ৪৪ রান। যা বিপিএলে সর্বনিম্ন রান।
ব্যাট হাতে খুলনার নিকোলাস পুরান (০), আব্দুল মাজিদ (৬), মাহমুদউল্লাহ রিয়াদ (২), রিকি ওয়েসেলস (৫), অলক কাপালি (০), শুভাগত হোম (১২), আরিফুল হক (৭), জুনায়েদ খান (০), নুর আলম (৮) ও মোহাম্মদ আসগর (০)।
ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্যরানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। বল হাতে রংপুরের শহিদ আফ্রিদি ৪টি ও আরাফাত সানী ৩টি উইকেট নেন।
খুলনা দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে খেলতে পারছেন না মোশাররফ হোসেন রুবেল। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নুর আলম সাদ্দামকে।
খুলনা টাইটান্সের একাদশ :
১. আব্দুল মাজিদ
২. নিকোলাস পুরান
৩. রিকি ওয়েসেলস
৪. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
৫. শুভাগত হোম
৬. অলক কাপালি
৭. আরিফুল হক
৮. শফিউল ইসলাম
৯. জুনায়েদ খান
১০. মোহাম্মদ আসগর
১১. নুর আলম সাদ্দাম।
রংপুর রাইডার্সের একাদশ :
১. মোহাম্মদ শাহজাদ
২. সৌম্য সরকার
৩. মোহাম্মদ মিথুন
৪. মুক্তার আলী
৫. রুবেল হোসেন
৬. আরাফাত সানী
৭. শহিদ আফ্রিদি
৮. রিচার্ড গ্লিসন
৯. নাঈম ইসলাম (অধিনায়ক)
১০. সোহাগ গাজী
১১. লিয়াম দাওসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন