বিপিএলে সাকিবদের লটারি বৃহস্পতিবার
আইকন ক্রিকেটারদের দল নির্বাচনসহ দ্বিতীয় দফায় পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লেয়ার্স বাই চয়েসের (লটারি) তারিখ। প্রথমে ৩১ অক্টোবর পরে ২৬ অক্টোবর বলা হলেও শেষ পর্যন্ত তৃতীয় বিপিএলের কাঙ্খিত লটারি পর্ব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। রাজধানীর ব্লু ওয়াটার রেডিসনে সকাল ১০টা থেকে শুরু হবে রুদ্ধদ্বার এ লটারি পর্ব। বিপিএলের এ লটারি প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
প্রথমে দল গঠনে আইকন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবারই দল পেতে যাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফিরা। বিপিএল গভর্নিং কাউন্সিলের এমন দফায় দফায় তারিখ পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজি মালিকরা কিছুটা বিব্রত বোধ করলেও বৃহস্পতিবারে লটারিতে সেরা দল গঠনের জন্য তৈরি বলেই জানালেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত তালিকা অনুযায়ী বিপিএলের লটারির তালিকায় রয়েছে ১২২ জন দেশি ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকা সংযোজন ও বিয়োজন দুটোই হবে। কারণ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বাদ যাবেন। একই সঙ্গে নতুন দেশি ও বিদেশি ক্রিকেটার যোগ হবেন। বিপিএলের তৃতীয় আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ হওয়ার পর অন্যান্যদের দল লটারি হবে।
ক্রিকেটারদের বেছে নেয়ার ক্ষেত্রে আয়োজিত লটারি পর্ব এগিয়ে আনা হয়েছে চারদিন। বুধবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধ এবং বিভিন্ন দিক বিবেচনায়ই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ সম্পর্কে তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের বলেছিল যে ২৬ তারিখ একটু দেরি হয়ে যায়। দেশি ক্রিকেটারদেরসহ বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গোছানোর জন্য তারা সময় বেশি পাবে না। তাদের অনুরোধেই আমরা তারিখ এগিয়ে এনেছি।’ এদিকে আরেকটি সূত্রের দাবি, ‘আগামী ২৪ অক্টোবর এনসিএলের পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে। এতে ব্যস্ত থাকবেন অনেক খেলোয়াড় ও কমকর্তারা, তাই এগিয়ে আনা হয়েছে তারিখ।’
তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, লটারি এগিয়ে আনার পরিবর্তিত সিদ্ধান্তের একটি বড় কারণ আগামী মাসে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে সিরিজ।
এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর হয়ত জিম্বাবুয়ে আসছে। ওই সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো আর জাতীয় ক্রিকেটারদের পাবে না। ক্রিকেটারদের সঙ্গে দলগুলো আলোচনা, বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপার আছে। এজন্য তাদের অনুরোধেই তারিখ এগিয়ে আনা হয়েছে।’
এদিকে বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফীসা কামাল বলেন, ‘আমরা খেলোয়াড় কেনার জন্য তৈরী। বোর্ড থেকে আমাদের কাল (বৃহস্পতিবার) নিলামের কথা বলা হয়েছে। আশা করছি সেরা দলটিই তৈরী করতে পারব।’রংপুর রাউডার্সের মালিক মোস্তফা রফিকুল আসলামের ভাষ্য, ‘আমরা এবারের বিপিএলের সেরা দলটি তৈরি করতে চাই, ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও আমাদের আলোচনা চূড়ান্ত হয়ে আছে। এখন আমরা অপেক্ষায় রয়েছে লটারির জন্য।’
উল্লেখ্য, ৬ আইকন ক্রিকেটারের বাইরে লটারি পর্বের জন্য তালিকায় রাখা হয়েছে ১২২ জন দেশীয় ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। বিপিএলের তৃতীয় আসরে মূল একাদশে চারজন বিদেশি খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক। তবে একটি দল সর্বোচ্চ ১২ জন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। এখন পর্যন্ত স্থানীয় খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ রা হয়েছে তাতে আইকন ছাড়াও রয়েছে চারটি গ্রেড। ‘এ’গ্রেডের খেলোয়াড় ১৭, ‘বি’ গ্রেড ৩৬, ‘সি’ গ্রেড ৪৬ এবং ‘ডি’ গ্রেডে ২১ জন খেলোয়াড়ের মধ্যে ব্যাটসম্যান ৬৩ জন, বোলার ২৫ জন এবং ১৫ জন অলরাউন্ডার রাখা হয়েছে।
স্থানীয় খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে পেমেন্ট দেয়া হবে। আইকন ৩৫ লাখ, ‘এ’গ্রেড ২৫ লাখ, ‘বি’ গ্রেড ১৮ লাখ, ‘সি’গ্রেড ১২ লাখ এবং ‘ডি’গ্রেড ৫ লাখ টাকা। আর বিদেশী খেলোয়াড়েদের ৪টি ক্যাটাগরিতে পেমেন্ট দেয়া হবে। ‘এ’গ্রেডের মূল্য ৭০ হাজার, ‘বি’গ্রেড ৫০, ‘সি’গ্রেড ৪০ এবং ‘ডি’ গ্রেডের ক্রিকটারদের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন