বিপিএলে সাব্বিরের অনন্য রেকর্ড, ছাড়িয়ে গেলেন গেইলকেও!
মারকুটে ব্যাটসম্যান হিসেবে মাত্র ৫৩ বল খেলে ক্যারিয়ারের কাঙ্ক্ষিত তিন অঙ্কের স্কোর স্পর্শ করেনসেবে পরিচিত থাকলেও টি-টুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির স্বাদটা পাওয়া হয়নি এতদিন সাব্বির রহমানের। তবে রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে নিজের প্রথম শতকটি করেই ফেললেন রাজশাহী কিংসের এই ক্রিকেটার। তিনি। এরপর ১২২ করে থামেন সাব্বির, যেটি বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছিল রাজশাহী কিংস। ওপেনার রাকিবুল হাসান শূন্য রানে আউট হয়ে গেলে ক্রিজে আসেন সাব্বির। শুরু থেকে মারকুটে ইনিংস খেলে দর্শকদের মাতিয়ে রাখছিলেন। আবু হায়দার রনির করা ১৫তম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে শতক স্পর্শ করেন। এর জন্য ৮টি ছয় ও ৬টি চার মারেন তিনি।
শেষ পর্যন্ত ৬১ বলে সমান ৯টি করে চার-ছয়ে ১২২ রান করে আউট হন সাব্বির। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকার বিপক্ষে বরিশালের হয়ে সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। রোববার তাকে ছাড়িয়ে গেলেন সাব্বির।
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে সেঞ্চুরি করলেন সাব্বির। এর আগে মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফিস এই কীর্তি গড়েন। গেইল ছাড়া আর কোনো ব্যাটসম্যান এক ইনিংসে ৯টি ছক্কা মারতে পারেননি। বিপিএলে তিনটি সেঞ্চুরি করা গেইল ১২, ১১ ও ১০টি ছক্কা মেরে তালিকার প্রথম তিনটি জায়গা দখলে রেখেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজিভিত্তিক কোনো টি-টুয়েন্টি টুর্নামেন্টে এর আগে সাব্বিরের কোনো সেঞ্চুরি ছিল না। তবে ঘরোয়া ফার্স্ট ক্লাসে ৩টি ও লিস্ট ক্রিকেটে ২টি সেঞ্চুরি রয়েছে তার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন