বিপিএলে সিলেট দলে খেলবেন আইপিএল জয় করা অস্ট্রেলিয়ান আরেক তারকা ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের নতুন দল সিলেট সুরমা সিক্সার্স। সবাই যখন দল গুছাতে ব্যস্ত। তখন নতুন এই দলটি কিছুটা পিছিয়ে ছিল। তবে অবশেষে ক্রিকেট বিশ্বের বড় বড় নামকে যুক্ত করতে শুরু করেছে দলটি।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের লিয়াম ডসনকে আসন্ন বিপিএলের জন্য দলে ভিড়িয়েছে সিলেট সুরমা সিক্সার্স। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম। কেন উইলিয়ামসন ও ডসনের মতো ক্রিকেটারদের দলের সাথে যুক্ত করতে পেরে উচ্ছ্বসিত সিলেট।
শফিকুল ইসলাম বলেন, “আমরা অনেক আনন্দের সাথে জানাচ্ছি কেন উইলিয়ামসন ও লিয়াম ডসন আসন্ন বিপিএলে সিলেটের হয়ে অংশ নিবেন। আমরা তাদের দলে নিতে পেরে উচ্ছ্বসিত। ”
এবার তাদের চমকের তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ান ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা জাম্পাকে দলে টানার বিষয়টি শনিবার নিশ্চিত করেছে সিলেট সুরমা সিক্সার্স। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইপিএল, সিপিএল ও বিগ ব্যাশেও খেলেছেন। যারফলে আসন্ন বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো বিপিএল মাতাতে বাংলাদেশে পা রাখবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন