বিপিএলে হাফিজ-আমিরকে নিয়ে যা বললেন মিসবাহ
বিপিএল শুরুর একদিন আগে মোহাম্মদ হাফিজকে নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। পাকিস্তানের জং পত্রিকাকে তিনি বলেছেন, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে নাকি তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। এই দলেই আবার চুক্তিবদ্ধ হয়েছেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। হাফিজ জানিয়েছেন, আমিরের সঙ্গে একই দলে তিনি খেলবেন না। তবে ফ্রাঞ্চাইজিটির মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন আবার জানিয়েছেন, চট্টগ্রাম ভাইকিংসের পক্ষ থেকে হাফিজকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি!
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন আরেক পাকিস্তানি ক্রিকেটার মিসবাহ-উল-হক। শনিবার দলের অনুশীলনের পর বিপিএল নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। এ সময়ে হাফিজের ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকের মিসবাহ বলেন, ‘এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার খেলা নিয়ে ভাবছি। দলে কিভাবে অবদান রাখা যায় সেটা নিয়ে ভাবছি। বাইরে কি হচ্ছে তা নিয়ে ভাবছি না। আমি মনে করি আইসিসি, বিসিবি এবং সর্বোপরি সাধারণ দর্শকরা বিষয়টি নিয়ে কি ভাবছে সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত।’
আন্তর্জাআতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন আমির। তরুণ এই পেসারকে নিয়ে মিসবাহ বলেন, ‘বিপিএল ওর জন্য গুরুত্বপূর্ণ। সে ঘরোয়া টুর্নামেন্ট খেলছে। এটা ওর জন্য বড় সুযোগ। সে এখানে এসে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করবে। সে তখন বুঝতে পারবে সে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন