বিপিএলে ১০০ জুয়াড়ি আটক, বেশিরভাগ ভারতীয়

চলতি বিপিএল আসরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ যার মধ্যে ৪০ জনই ভারতীয়।
টি২০’র যেকোন টুর্নামেন্টে জুয়া হয় অস্বাভাবিকভাবে। জুয়াড়িরা মাঠে বসে তাৎক্ষনিক মোবাইলের মাধ্যমে বল বাই বলের স্কোর জুয়ার আসরে পাঠিয়ে দিতেন। বর্তমান ‘বল বাই বল’ জুয়া অনেক বেশি হয়। মাঠে সরাসরি খেলার থেকে টিভিতে কিছু সময় পরে খেলা সম্প্রচার হয়। আর জুয়াড়িরা এটাকে কাজে লাগানোর জন্য মাঠে তাদের প্রতিনিধি পাঠিয়ে দেয়। তারা মাঠ থেকে প্রতি বলের তথ্য পাঠিয়ে দিত।
বিপিএলের এই ফিক্সিং সংক্রান্ত বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য বিশেষ একটি দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিশেষ দলের সদস্যরা মাঠে পুরো গ্যালারি জুড়ে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। যাদের কড়া নজরদারীতে মাঠ থেকে আটক করা হয় এই ১০০ জন জুয়াড়িকে।
এদিকে বাংলাদেশি আটককৃতদের সবাইকে দ্বিতীয়বার এই কাজে যুক্ত না হওয়ার শর্তে ও পরিবারিক নিশ্চয়তা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিদেশী জুয়াড়িদের ব্যাপারে তাদের দূতাবাসে জানানো হয়েছে। পরে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
তবে অবাক করার বিষয় হল, ঢাকার চেয়ে চট্টগ্রামে জুয়াড়িদের সংখ্যা ছিল অনেক গুণ বেশি। বিসিবির বিশেষ টিমের তথ্য মতে, চট্টগ্রামের মাঠে বসে স্কোর সরবরাহকরা জুয়াড়িদের আটক করলে গ্যালারীর একটা বড় অংশ ফাঁকা হয়ে যেত। তাই চট্টগ্রাম পর্বে কাউকে আটক করা হয়নি।
সূত্র: বিডিক্রিকটাইম
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন