বিপিএল অাপডেটঃ সাত দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা দেখুন, শুরু হচ্ছে ২ নভেম্বর !
২ নভেম্বর শুরু হচ্ছে ৭ দলের বিপিএল ধামাকা। প্লেয়ার ড্রাফট শেষ। এবারের বিপিএলে কে কোন দলে খেলছেন এ বিষয়ে সবার জানার ইচ্ছা এখনো তুঙ্গে। যাই হোক আসুন দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ একটি তালিকাঃ
ঢাকা ডায়নামাইটস:
আইকন: সাকিব আল হাসান
দেশি খেলোয়াড়: জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, সাকলাইন সজিব, নাদিফ চৌধুরী, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম। মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহিদ ও মেহেদী মারুফ।
বিদেশি খেলোয়াড়: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহীন খান আফ্রিদি, ইভিন লুইস, কেভন কুপার, রনসফোর্ড বিটন, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট ও গ্রায়েম ক্রেমার। আকিল হোসেন, জো ডেনলি।
রাজশাহী কিংস:
আইকন: মুশফিকুর রহিম
দেশি খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদউজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজি অনিক। মমিনুল হক, ফরহাদ রেজা ও মেহেদী হাসান।
বিদেশি খেলোয়াড়: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি ও জেমস ফ্রাঙ্কলিন। উসামা মির, রাজা আলি দার।
চিটাগাং ভাইকিংস:
আইকন: সৌম্য সরকার
দেশি খেলোয়াড়: সানজামুল ইসলাম, আল আমিন হোসেন (অলরাউন্ডার), আলাউদ্দিন বাবু, তানবির হায়দার, ইরফান শুক্কুর, নাইম হাসান, ইয়াসির আরাফাত।তাসকিন আহমেদ, সুবশী রাজ ও আনামুল হক।
বিদেশি খেলোয়াড়: লূক রনচি, লিয়াম ডওসন, জীবন মেন্ডিস, জেরমেইন ব্ল্যাকউড এবং সিকান্দার রাজা।বিদেশী খেলোয়াড়ঃ নাজিবুল্লাহ জাদরান, লুইস রিকি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
আইকন: তামিম ইকবাল
দেশি খেলোয়াড়: আরাফাত সানি, আল আমিন (পেসার), অলক কাপালি, মেহেদী হাসান, এনামুল হক, মেহেদী রানা, রকিবুল হাসান। ইমরুল কায়েস, লিটন কুমার এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
বিদেশি খেলোয়াড়: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী ও রশিদ খান। রুম্মান রাইস, সোলেমান মিরে।
খুলনা টাইটান্স:
আইকন: মাহমুদুল্লাহ
দেশি খেলোয়াড়: আবু জয়দে রাহি, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, সাইফ হাসান, ধিমান ঘোষ। শফিউল ইসলাম, মোশাররফ হোসেন ও আরিফুল হক।
বিদেশি খেলোয়াড়: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওল, দাইদ মালান, রিলি রসু, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট এবং চ্যাডউইক ওয়ালটন।শিহান জয়সুরিয়া, জোফরা আর্চার।
রংপুর রাইডার্স:
আইকন: মাশরাফি বিন মুর্তজা
দেশি খেলোয়াড়: শাহরিয়ার নাফীস, নাজমুল হাসান অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, নাহিদুল ইসলাম, ইলিয়াস সানি।মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী।
বিদেশি খেলোয়াড়: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরার, কুল পেরেল, অ্যাডাম লাইট এবং ক্রিস গেইল।সেম হেইন, সামিউল্লাহ শিনওয়ারি, জহির খান (আফগানিস্তান)
সিলেট সুরমা সিক্সার্স:
আইকন: সাব্বির রহমান
দেশি খেলোয়াড়: সুভাজিত হোম, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শারিফুল্লাহ।নাসির হোসেন, নুরুল হাসান ও তাইজুল ইসলাম।
বিদেশি খেলোয়াড়: দসুন শানাকা, ওয়েনদু হাসারঙ্গা, লিয়াম প্ল্যাংকেট, রস হোয়াইটলি, উসমান খান শিনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্তোকি, আন্দ্রে ম্যাকার্থি এবং ডেভি জ্যাকবস।চাতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসার।
সংবাদটি শেয়ার করুন
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন