বিপিএল-এ সাকিবই শীর্ষ আইকন
বেশ ভালোভাবেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। মান বজায় রাখতে এবার আইকন খেলোয়াড়দের ফ্লোর প্রাইসের তালিকার শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে তার মূল্য ৫৫ লাখ টাকা। এরপরেই রয়েছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি।
প্লেয়ার ড্রাফট অনুযায়ী বিপিএল-এর সাত আইকন খেলোয়াড় হলেন সাকিব আল হাসান (যার ফ্লোর প্রাইস রাখা হয়েছে ৫৫ লাখ), মুশফিকুর রহিম (মূল্যমান ৫০ লাখ), তামিম ইকবাল (৫০ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ), মাশরাফি বিন মুর্তজা (৫০ লাখ) এবং সাব্বির রহমান ও সৌম্য সরকার ( যাদের মূল্যমান ৪০ লাখ করে)। নাসির হোসেন সম্ভবত এবার আইকন খেলোয়াড়ের তালিকায় থাকছেন না।
মূল্যমান ঠিক হলেও প্রাথমিকভাবে আইকন খেলোয়াড়দের দলভুক্তির ক্ষেত্রে তিনটি পদ্ধতি আলোচনা করা হয়েছিল। এগুলো হলো- (ক) আইকন খেলোয়াড়রা নিজেরাই নিজের দল বেছে নেবেন (খ)- ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের প্রয়োজন অনুসারে সমঝোতার ভিত্তিতে বেছে নেবে আইকন খেলোয়াড় অথবা (গ)-বিসিবি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। কিন্তু শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই আইকন নির্বাচনের দিকে এগিয়েছে বিপিএল-এর গভর্নিং কাউন্সিল।
আইকন ক্রিকেটারদের দল বেছে নেওয়ার পদ্ধতি নিয়ে নানা আলোচনার পর বিপিএল গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে লটারির মাধ্যমেই চূড়ান্ত হবে আইকন খেলোয়াড়দের দল।
এ প্রসঙ্গে বিপিএল-এর গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘বিপিএল-এর আইকন খেলোয়াড়দের দল লটারির মাধ্যমেই চূড়ান্ত হবে। সাত আইকন খেলোয়াড়কে পাবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এখানে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।’
এখানেই শেষ নয়। জানা গেছে, বিপিএলের গত আসরের পাঁচটি দল তাদের গতবারের স্কোয়াড থেকে দুইজন খেলোয়াড় রেখে দিতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে বিষয়টি আইকনসহ দুইজন কিনা তা এখনও জানা যায়নি। যদি আইকনসহ দুইজন খেলোয়াড় রেখে দেওয়ার নিয়ম হয় তবে অধিকাংশ ক্ষেত্রেই আইকনদের দল পরিবর্তনের সম্ভাবনা নেই!
উল্লেখ্য, বিপিএল-এর এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। আঠারো লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল-এর লটারি। আর ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল-এর এবারের আসর।-বাংলা ট্রিবিউন
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন