বিপিএল কেন আন্তর্জাতিক ক্রিকেটারদের বহির্ভূত?

বিপিএলটা এখন নিয়মিতই হচ্ছে। তবে বিপিএল কেন আন্তর্জাতিক ক্রিকেটারদের বহির্ভূত? গত বছরই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগও (বিপিএল) টুর্নামেন্টের চতুর্থ আসর। এবার পালা বিপিএলের পঞ্চম আসরের। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রতিটি আসরেই দর্শকদের কিছুটা আফসোস থাকে আশানুরূপ তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তি না থাকায়।
তারকা ক্রিকেটারদের মধ্যে, বিপিএলের গত আসরে ক্রিস গেইল শেষ কয়েকটি ম্যাচে মাঠে নেমেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। পাকিস্তানের হার্ডহিটার শহীদ আফ্রিদিও রংপুর রাইডার্সের হয়ে টুর্নামেন্টের সব ম্যাচ না খেলেই ফিরে গেছেন দেশে।
তাছাড়া আইপিএল, বিবিএল মাতানো ক্রিকেটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, ডেভিড মিলারদের তো মুখই দেখেনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ। বিপিএলে তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তি না থাকার কারণ হিসেবে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট শিডিউলকেই দেখছেন বিসিবির পরিচালক ও গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। তিনি বলেন,
‘আমরা যখন বিপিএল আয়োজন করি তখন অনেক বড় বড় প্লেয়ারদের অন্য জায়গায় খেলা থাকে। টাইমিংয়ের জন্য তারা আসতে পারে না। অন্য কোন কারণ নেই। বিপিএলের সময় পরিবর্তন করাও সম্ভব হয় না। ঘরোয়া লিগ থাকে, জাতীয় দলের ক্রিকেটারদের খেলা থাকে বলে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন