বিপিএল ক্যারিয়ারে মাহমুদউল্লাহর সেরা ইনিংস
বিপিএলের চলতি আসরে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অপরাজিত ৬২ রানের ইনিংসের ওপর ভর করেই খুলনা ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায়।
শুধু তাই নয়, এটা বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের চতুর্থ হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ সংগ্রহও। এখন পর্যন্ত বিপিএলে ৪২ ম্যাচ খেলে ৬৪ চার ও ২৪ ছক্কায় তিনি ৮০৫ রান করেছেন। যেখানে তার হাফসেঞ্চুরির সংখ্যা চারটি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে তার অবস্থান চতুর্থ।
ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদকে লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা মেরে চলতি আসরের প্রথম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ। ৩৯ বলে দুই চার ও চার ছক্কায় তিনি এই মাইলফলকে পৌঁছান। শেষ পর্যন্ত শহীদের বলে আউট হওয়ার আগে ৪৪ বলে চার ও চার ছয়ে তিনি তার ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন।
ক্রিজে নেমেই নিজের খেলা তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে সানজামুল ইসলামকে বিশাল এক ছয় মারেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দ্বিতীয় ছক্কাটি এসেছে প্রসন্নার বলে। ফুলার লেন্থের বলটিতে সোজা ব্যাটে সীমানা ছাড়া করেছেন খুলনা টাইটানসের এই অধিনায়ক। আর বাকি দুটি ছক্কা এসেছে মোহাম্মদ শহীদের বল থেকে।
চলতি আসরে শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাজিকে ম্যাচ জিতেছে খুলনা। রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া ব্যাট হাতে ছোট ছোট বেশ কয়েকটি কার্যকরী ইনিংস রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন