মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিপিএল: ক্রিকবাজ’র সেরা একাদশেও সেরা তামিম

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকবাজ এবারের চতুর্থ বিপিএলের সেরা একাদশ বাছাই করেছে। সম্প্রতি তারা বিপিএল সেরা একাদশটি তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে।

দলে চারজন বিদেশী খেলোয়াড় রাখা হয়েছে। কেননা বিপিএলের নিয়মানুযায়ী একটি একাদশে চারজনের বেশি বিদেশী খেলোয়াড় রাখা যাবে না।

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ক্রিকবাজের সেরা একাদশ তুলে ধরা হলো

১. তামিম ইকবাল: এ আসরে ধারাবহিকভাবে রান করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৪৩ দশমিক ২৭ গড়ে ১৩ ইনিংসের ছয়টি হাফ সেঞ্চুরিসহ তামিমের রান ৪৭৬। এবারও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক ছিলেন তামিম।

২. মেহেদি মারুফ: এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক বলতে গেলে ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য সবাইকে অবাক করে দিয়েছে। তাই তো ওপেনার তামিমের সঙ্গে জায়গা হল তারও। টুর্নামেন্টে মারুফের রান ৩৪৭। স্ট্রাইক রেট- ১৩৫ দশমিক ৫৪। ২৯ বছর বয়সী এ ক্রিকেটার টুর্নামেন্টে সর্বোচ্চ ২০টি ছক্কা মেরেছেন।

৩. মাহমুদুল্লাহ রিয়াদ:
বিপিএলে আবারও চমক দেখিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার অলরাউন্ড নৈপুণ্যের কারণেই শেষ চারে উঠেছিল খুলনা টাইটান্স। ৩৯৬ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন রিয়াদ।

৪. সাব্বির রহমান: এবারের আসরের একটি শতরানের ইনিংস দেখেতে পেয়েছে দর্শকরা। তাও রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার সাব্বির রহমানের সৌজন্যে। তাই তো একাদশেও জায়গা হয়েছে এ মারকুটে ব্যাটসম্যানের। এবারের আসরে ৩৭৭ রান করেছেন সাব্বির। তাই তো মিডল অর্ডারে জায়গা হয়েছে এ ডানহাতি ব্যাটসম্যানের।

৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক):
বিপিএলটাকে রানে ফেরার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রানও পেয়েছেন। এবারের আসরে ৩৪১ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১৩৪ দশমিক ৭৮।

৬. সাকিব আল হাসান: আসরটা ভালো যায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক দলকে শিরোপা জিতিয়েছেন। এবারের আসরে ২২৬ রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। উইকেট নিয়েছেন ১৩টি।

৭. ড্যারেন সামি (অধিনায়ক): শুরুর দিকে রাজশাহী কিংসের পারফরম্যান্স দেখে সবাই হতাশ ছিলেন। তবে সেই দলকে ফাইনালে নিয়ে যান ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যারেন স্যামি। তাই তো সেরা একাদশের অধিনায়কও করা হয়েছে টুর্নামেন্টে ২৭৬ রান করা স্যামিকে।

৮. মোহাম্মদ নবি: চিটাগাং ভাইকিংসের হয়ে বল ও ব্যাট হাতে দারুণ করেছেন আফগানিস্তানর অলরাউন্ডার মোহাম্মদ নবি। তাই তো বিদেশী ৪ ক্রিকেটারের মধ্যে তার নাম থাকাটা ছিল অনুমীয়ই। ১৯টি উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ২৩০ রান। স্ট্রাইক রেট- ১৭৪ দশমিক ২৪।

৯. ডোয়াইন ব্রাভো: ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে না পারলেও বোলিংয়ের কারণেই দলে জায়গা পাওয়া নিশ্চিত ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ইনিংসের শেষদিকে তার বল ছিল খুবই কার্যকর। ২১ উইকেট নিয়েছেন ব্রাভো।

১০. মোহাম্মদ শহীদ: বাংলাদেশ ক্রিকেট দল সামনে নিউজিল্যান্ড সফর করবে। প্রাথমিক দলেও ছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে সফর শেষ মোহাম্মদ শহীদের। তবে সেরা একাদশে রয়েছেন মাত্র ৮ ম্যাচে ১৫ উইকেট নেয়া এ বোলার।

১১. জুনাইদ খান: বিদেশী ক্রিকেটারের কোটায় চতুর্থ ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার জুনায়েদ খান। এবারের আসরে খুলনা টাইটান্সের হয়ে ২০টি উইকেট শিকার করেন জুনাইদ খান।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!