বিপিএল থেকে তামিমদের বিদায়

শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে। বল হাতে ভালো নৈপুণ্য দেখিয়ে ঢাকাকে ১২১ রানেই আটকে দিতে পেরেছিল তামিমের দল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষপর্যন্ত ৪৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তামিমদের। আর এই হারের ফলে বিপিএল থেকেও ছিটকে যেতে হলো চিটাগংকে। ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারের মধ্যে ৭৬ রানেই শেষ হয়েছে চিটাগংয়ের ইনিংস।
ব্যাট হাতে খুব বেশি ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও বল হাতে দারুণ দাপট দেখিয়েছে কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ওভারেই চিটাগংয়ের ওপেনার তিলকারত্নে দিলশানকে আউট করে ঢাকাকে ভালো সূচনা এনে দিয়েছিলেন আবুল হাসান। পরের ওভারে আরেক ওপেনার ও চিটাগংয়ের অধিনায়ক তামিমকেও সাজঘরমুখী করেছেন মুস্তাফিজুর রহমান। পঞ্চম ওভারে ইয়াসির আলী সাজঘরে ফিরেছেন রানআউটের ফাঁদে পড়ে। নবম ওভারে এনামুল হককে আউট করেছেন ইয়াসির শাহ। ১৮ বল খেলে মাত্র নয় রান করতে পেরেছেন এনামুল। ১৪তম ওভারে চিটাগংকে বিধ্বস্ত করে দিয়েছেন মোশারফ হোসেন। এক ওভারেই তুলে নিয়েছেন ইলিয়াস সানি, মোহাম্মদ আমির ও শফিউল ইসলামের উইকেট। এর আগে ১৪ রান করা উমর আকমলও হয়েছিলেন মোশারফের শিকার। ৪ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। মুস্তাফিজ নিয়েছেন দুইটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৩৮, মোসাদ্দেক হোসেনের ২৪ ও ম্যালকম ওয়ালারের ১৯ রানে ভর করে স্কোরবোর্ডে ১২১ রান জমা করেছিল ঢাকা ডায়নামাইটস। চিটাগংয়ের পক্ষে দারুণ বোলিং করে তিনটি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির ও শফিউল ইসলাম।
নয় ম্যাচ শেষে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তামিমের চিটাগং। আর আট ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডের পথে আরেক ধাপ এগিয়ে গেছে সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। আট ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সিলেট সুপারস্টার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন