বিপিএল প্রেমিকদের জন্য সুখবরঃ শুক্র ও শনিবারের পরিত্যক্ত ম্যাচ আবার হবে …!!

বিপিএলের চতুর্থ আসর শুক্রবার শুরু হলেও বৃষ্টির কারণে এখনও পর্যন্ত বল মাঠে গড়াতে পারেনি। দুই দিনে চারটি ম্যাচই হয়েছে পরিত্যক্ত। রবিবারও বৃষ্টির হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানে টানা ছয়টি ম্যাচ পরিত্যক্ত হওয়ার মুখে।
আর বৈরি এ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল, যদিও ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বরই। আগামী দুই দিন কোনো ম্যাচ হবে না। ৮ নভেম্বর থেকেই কার্যত নতুন করে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম ও বিপিএলের গভর্নিং বডির সদস্য সচিব আইএইচ মল্লিক।
শুক্র ও শনিবারের পরিত্যক্ত হওয়া চারটি ম্যাচসহ আগামী কালের দুটি ম্যাচ নতুন করে আয়োজন করা হবে বলে জানান তারা। এ ম্যাচগুলো হবে সিডিউলের গ্যাপ গুলোতে। এমনকি একদিনে তিনটা ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথাও জানান তারা।
বিপিএলের সিডিউলে আগামী ১০,১৪,১৫,১৬,২০, ২৩, ২৪ নভেম্বর ও ১ ডিসেম্বর ফাঁকা রয়েছে। পরিত্যক্ত হওয়ার ৪টি এবং কালকের দুটি ম্যাচ এ গ্যাপগুলোতে আয়োজন করা হবে বলে জানান তারা। তবে ১০, ১৪ ও ২০ নভেম্বর ম্যাচগুলো হবার সম্ভাবনাই বেশি।
বিসিবি, ফ্র্যাঞ্চাইজিগুলো, স্পন্সর প্রতিষ্ঠান, টিভি রাইটস হোল্ডার- সবার সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইএইচ মল্লিক। তিনি বলেন,‘ ম্যাচ না হলে আসলে সবার ক্ষতি। তাই সব পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে।’
তবে পূর্বের সিডিউল অনুযায়ী ৯ নভেম্বরই শেষ হচ্ছে বিপিএল। কারণ ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
৮ নভেম্বর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংওসর ম্যাচটি ছিল সন্ধ্যায়। ম্যাচটি দুপুরে নিয়ে আনা হবে জানান আইএইচ মল্লিক। সেক্ষেত্রে দুপুরের ম্যাচটি চলে যাবে সন্ধ্যায়। নতুন সূচি তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিসিবির এ পরিচালক।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন