বিপিএল মাঠে এবার গেইলের শত্রু ব্রাভো

আজ শুক্রবার। ছুটির দিন। বিপিএলে এদিন দর্শক একটু বেশিই হয়। এমনিতে এবারের আসরে স্টেডিয়ামে বেশ খরা। তবে আজকে হয়তো প্রত্যাশার চেয়ে বেশি দর্শকই হবে।
স্বদেশীয় সতীর্থ খেলোয়াড় ক্রিস গেইলের শত্রু হয়ে মাঠে নামবেন ডোয়াইন ব্রাভো। অথ্যাৎ ক্রিস গেইলের মুখোমুখি ডোয়াইন ব্রাভো। আন্দ্রে রাসেলের সামনে ডোয়াইন স্মিথ।
পয়েন্ট টেবিলে শীর্ষ দলের লড়াই দ্বিতীয় স্থানের দলের সাথে। এরকম আরো অনেক কিছু জড়িয়ে এই ম্যাচের সাথে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস হেভিওয়েট লড়াইটা সন্ধা সোয়া ৬টায়।
এই আসরে সবচেয়ে বেশি তারকার দল সাকিবের ঢাকা। তবে একেবারে কম যায়নি তামিমের চিটাগংও। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ গেইলই যে তাদের দলে। দুই দলই মাঝে ছন্দ হারিয়েছিল।
কিন্তু এখন ভালো অবস্থায়। চিটাগং একটু বেশি ভুগলেও ঘুরে দাঁড়িয়েছে। ১৭ নভেম্বর চট্টগ্রামে হোমটিম চিটাগংকে কিন্তু প্রথম দেখায় ১৯ রানে হারিয়েছিল ঢাকা। তামিমদের জন্য এটি প্রতিশোধের ম্যাচ।
ঢাকা ও চিটাগং ম্যাচ খেলেছে ১০টি করে। আর দুটি করে বাকি। ঢাকার পয়েন্ট ১৪। একক ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। চিটাগং ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ভাগাভাগি করছে খুলনা টাইটান্সের সাথে।
এই ম্যাচ জিতলে ঢাকার পাশে দাঁড়াবে চিটাগং। আর ঢাকা জিতলে ওদের প্লে অফে এক নম্বর হিসেবে যাওয়া নিশ্চিত। কিন্তু ৩ বা ৪ নম্বর হতে চায় না বলে তামিমরা এই ম্যাচ জিতে হাতে এক ম্যাচ রেখে নিশ্চিন্ত হতে চান। দেখা যাক লড়াইয়ের ময়দানে কি ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন