বিপিএল মাতাতে ঢাকায় আসছেন শ্রেয়া-অরিজিৎ

নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। দল সংখ্যা এবং ভেন্যু বাড়ানোর পাশাপাশি এবার বিপিএলের আসরকে জাঁকজমক করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এরইমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। এবার উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে পারেন ভারতের জনপ্রিয় দুই সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। বিশ্বস্ত সূত্রে মিলল এমন তথ্য।
গেল কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন ক্যাটরিনা-শাহরুখ। এমন খবর রীতিমত উড়িয়ে দিলেন বিসিবির
আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এবং বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
তিনি বলেন, ‘এবার উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা সংগীত শিল্পীদের নিয়ে আয়োজন করতে চাই। অভিনেতা-অভিনেত্রী নয়। এখন পর্যন্ত এমন আলোচনাই হলো। তাছাড়া শাহরুখদের আনতে অনেক টাকা দিতে হবে। আর শিডিউল পাওয়া কঠিন।’
‘আমরা বিপিএলের উদ্বোধনটা এবার জমকালো করতে চাই। অনুষ্ঠান ভালো হলে দেশে বিদেশে দ্রুত বিপিএল খ্যাতি ছড়াবে। মানুষের আগ্রহ বাড়বে।’ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন শেখ সোহেল।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিপিএল আয়োজন করো হয়। দেশের শীর্ষ পর্যায়ের এমন একটি টুর্নামেন্টের শুরুটা মলিন হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। ফলে আসছে বিপিএলে এ ব্যাপারে বেশ সচেতন।
উল্লেখ্য, বাংলাদেশের পেশাদার টি-টুয়েন্টি ক্রিকেট লীগ বিপিএল। ২০১২ সালে বিসিবি প্রথম বিপিএল আয়োজন করে। ওই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়দের নিয়ে শুরু হয় বিপিএলের যাত্রা।
বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৫ সালে তৃতীয় আসরে নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সর্বশেষ ২০১৬ চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন