‘বিপিএল মিউজিক ফেস্ট’ থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা পাবেন রাহাত ফতেহ আলী
প্রথমবারের মতো বিপিএলের তিনটি ভেন্যুতে মিউজিক ফেস্ট করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার প্রথমটি আগামী সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে। যেখানে পারফর্ম করবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলি খানসহ দেশের জনপ্রিয় শিল্পীরা।
বর্তমানে ঢাকায় অবস্থান করছেন রাহাত ফতেহ আলী খান। শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে “স্পিরিটস অব জুলাই” প্ল্যাটফর্ম আয়োজিত “ইকোস অব রেভল্যুশন” কনসার্ট মাতিয়েছেন তিনি।
তবে, “ইকোস অব রেভল্যুশন” কনসার্টে গাইতে কোনো সম্মানী না নিলেও বিপিএলের কনসার্ট থেকে রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
বিসিবি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, বিপিএলের একটি কনসার্টে গাইতে রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার।
এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে।
সোমবার বিকেলে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট।
বিপিএল মিউজিক ফেস্ট ঘিরে দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। তবে টিকিট মূল্য বেশি হওয়ায় অনেকেই অনুযোগ জানিয়েছিলেন। দর্শকদের প্রতিক্রিয়া সাপেক্ষে তাই এবার টিকিটের দাম কমানো হয়েছে।
ফেস্টের জন্য প্রথমে সর্বনিম্ন টিকিটের (ক্লাব হাউজ) দাম নির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা। এছাড়া ক্রমান্বয়ে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ হাজার, সিলভার ক্যাটাগরি ৬ হাজার, গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা জানানো হয়। শনিবার বিসিবির এক বোর্ড সভায় সেই মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
সেই হিসেবে মিরপুর শের-ই বাংলার মিউজিক ফেস্টে সর্বনিম্ন টিকিটের মূল্য দুই হাজার কমিয়ে ধরা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড ১,৫০০ নির্ধারণ করা হয়েছে। আর সিলভার সিটের মূল্য ধরা হয়েছে ৪,০০০ টাকা। এবার গোল্ড সিট ৬,০০০ এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য সর্বোচ্চ ৮,০০০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে “জোন ৩৬” নামে একটি স্থানে ১০০টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।
বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না।
রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এছাড়া থাকছেন র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম “টিকিফাইয়ে” টিকিট বিক্রি শুরু হয়েছে।
এছাড়া সরাসরি টিকিট পাওয়া যাবে শের-ই বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট বুথ, ধানমন্ডি ও গুলশান-১ এ অবস্থিত তাবাক রেস্টুরেন্ট, বেইলি রোডের দোসা এক্সপ্রেস, উত্তরার ডিগার রেস্টুরেন্ট ও মিরপুর–১০ এ অবস্থিত ইন্ডোর স্টেডিয়ামে।
বিপিএল মিউজিক ফেস্ট পরে টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও হবে। তবে রাহাত ফতেহ আলী গাইবেন শুধু মিরপুরের অনুষ্ঠানে। বিপিএল আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের, কে কত পাবেন?
কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেটবিস্তারিত পড়ুন
কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগের অবরোধ কর্মসূচিবিস্তারিত পড়ুন
মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট কেটেছে
মেট্রোরেলের একক যাত্রার টিকিট আবারও বিক্রি শুরু করেছে ঢাকা ম্যাসবিস্তারিত পড়ুন