বিপিএল শুরুর আগেই নাটক, অসন্তোষ খেলোয়াড়রা

দুপুর ১২টায় রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়েই জানা গেলো খেলোয়াড়দের মাঝে বিরাজ করছে অসন্তোষ! এর কারণ একদিন পর বিপিএল শুরু হলেও রংপুর রাইডার্স তার খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেননি। এমনকি এখনও একটি টাকাও পাননি ক্রিকেটাররা! চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৫০ ভাগ টাকা পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের।
এমন অস্থিরতার মাঝেও জার্সি উন্মোচন শেষ করে মিরপুরে অনুশীলন জন্য উপস্থিত হন ক্রিকেটাররা। তাদের নির্ধারিত অনুশীলন দুপুর ২টায় থাকলেও সেখান থেকে মুখ ফিরিয়ে নেন তারা। প্রতিকার চাইতে সৌম্য সরকার, রুবেল হোসেন, আরাফাত সানী, মোহাম্মদ মিঠুনরা দ্বারস্থ হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর কাছে। প্রায় আধা ঘণ্টা নিজামউদ্দীন চৌধুরীর রুমে ছিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এরপর বোর্ডের শীর্ষ কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে এক ঘণ্টা পর তারা অনুশীলনে নামেন।
জানেন কি? এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী কোন দল..এখনি জেনে নিন..
আর অনুশীলনে ফিরেই কঠোর পরিশ্রম করেন রংপুরের ক্রিকেটাররা। আইকন সৌম্য সরকার, পেসার রুবেল হোসেনসহ সকলেই অনুশীলনে ঘাম ঝরান। দলের বিদেশি ক্রিকেটার শহীদ আফ্রিদি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা পৌঁছাবেন। সূত্র মতে, শহীদ আফ্রিদি রংপুর রাইডার্সের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক হাতে পেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পারিশ্রমিকটাও আকাশচুম্বী! প্রায় দেড় কোটি টাকা!
এ প্রসঙ্গে প্রধান নির্বাহীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টিকে অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যান। তবে দ্রুত বিষয়টি সমাধান হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন