বিপিএল শুরুর আগে ৫০:৫০ তত্ত্বে মাশরাফি-স্যামি
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরুর আগে উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ দুই ক্যাপ্টেন একই সুরে বলেছেন, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইলেও টি-টুয়েন্টিতে কোন ছোট-বড় দল নেই, সময় যেহেতু কম থাকে তাই যে কোন দলেরই সম্ভাবনা থাকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে টি-টুয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞ বিপিএল-এর চতুর্থ আসর।
ওপেনিং ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা ও নতুন করে ফেরা রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, তারা ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চান। সে কারণেই এ ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে, শুরুর ম্যাচ বলেই একটু বেশি গুরুত্বপূর্ণ।
মিরপুরের ক্রিকেট একাডেমির মাঠে বৃহস্পতিবার দুই দলের খেলোয়াড়রা প্র্যাকটিস সেশনে ঘাম ঝড়িয়েছেন। এরই এক ফাঁকে সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেন মাশরাফি। তবে চতুর্থবার কিংবা অতোতম শিরোপার লক্ষ্যে নয়, এবারের মিশনে দলের শুরুটা ভালো চান।
‘চতুর্থবার! এতো দূর ভাবার তো কিছু নাই। টুর্নামেন্ট শুরুই হতে পারলো না, এতোদূর চিন্তা করার সুযোগ নেই,’ প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক বলেন: দল (কুমিল্লা) যা আছে ভালো খেলার চেষ্টা করতে হবে শুরু থেকেই। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু পাই তাহলে মোমেন্টামটা সঙ্গে থাকলে সামনের ম্যাচগুলো খেলতে কিছুটা হলেও সহজ হবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ভারসাম্যপূর্ণ দল বললেও বিপিএলের চতুর্থ আসরে তারাই সেরা কি না এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, টি-টুয়েন্টিতে কারা ভালো দল এটা বলা যাবে না, আমাদের চাইতে ভালো দল থাকতেই পারে। টি-টুয়েন্টিতে বড় ছোট দল নেই, এখানে সময় অনেক অল্প থাকে, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।আর সবচেয়ে বড় কথা হলো মাঠে যে টিম ভালো করতে পারবে তারাই টি-টুয়েন্টিতে সেরা।
দল গোছানোর পাশাপাশি অনুশীলন নিয়ে তিনি বলেন: আমরা ভালো দল গড়তে পেরেছি, অনুশীলনও ভালোই ছিলো। এখন মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। তাছাড়া দলে দেশী-বিদেশী খেলোয়াড়দের একটা কম্বিনেশনও থাকে। আসলে প্রথম দুই একটা ম্যাচে প্রতিটি দলই এ ব্যাপারটা নিয়ে অসুবিধায় পড়বে। তবে আমাদের দলে সাম্প্রতিক সময়ে পারফর্ম করা বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছেন।
গতবারের টুর্নামেন্টে আবু হায়দার রনিকে মাঠে নামিয়ে চমক দেখিয়েছিলেন ম্যাশ, এবার তার দলে এমন কেউ থাকছে কিনা জানতে চাইলে বলেন: আমাদের দলে এবারো বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে– আল আমিন, সৈকত, শান্ত যারা ঘরোয়া লিগে বেশ ভালো পারফর্ম করেছে। আমি প্রচণ্ড আশাবাদী তারা তাদের নিজেদের খেলাটা খেলতে পারলে টিম ভালো করবে।
মাশরাফির মতোই নিজের দলের খেলোয়াড়দের নিয়ে উজ্জীবিত রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
অনুশীলনের পরে নতুন দলের অধিনায়ক বললেন, রাজশাহী কিংসকে নেতৃত্ব দেওয়াটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এছাড়া কোচিংয়ের দায়িত্বে রয়েছেন দেশী কোচ সারোয়ার ইমরান।
দলের তরুণ খেলোয়াড়দের সম্পর্কে স্যামির পর্যবেক্ষণ: সকল খেলোয়াড়কেই মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। তাহলেই ভালো করা সম্ভব হবে। আমাদের দলের মধ্যে ঐক্য রয়েছে আমরা জয়ের ব্যাপারে সব সময়ই ক্ষুধার্ত। শুক্রবারের ম্যাচ নিয়ে অনেক ভালো অনুশীলন করেছি আমরা, জয়ের ব্যাপারেও সবাই আশাবাদী।
কুমিল্লার অধিনায়ক মাশরাফির প্রশংসা করে ড্যারেন স্যামি বলেন: ম্যাশ সত্যিই একজন গুণী অধিনায়ক ও ভালো মানুষ। তাদের টিম অনেক ভালো বলেই গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এবারের টুর্নামেন্টে নতুন হলেও খেলার মাঠে আমাদের সকল প্ল্যান এমনভাবে বাস্তবায়ন করব যেভাবে খেললে জয় পাওয়া সম্ভব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন