বিপিএল শেষে সংবাদ সম্মেলনে যা বলছেন সাকিব
বিপিএল শেষ। এখন পালা নিউ জিল্যান্ড সিরিজের। সাকিব যাকে বলছেন কঠিন চ্যালেঞ্জ।
বাংলাদেশ দলের একাংশ গতকাল অস্ট্রেলিয়ায় গেছেন। শনিবার সাকিবরা যাবেন। আজ রাজশাহীকে তারা হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা।
সাকিব বলছেন এই ক্যাম্পে অনেক উপকার হবে।
‘অস্ট্রেলিয়ায় ক্যাম্প করে নিউ জিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে। প্রথমদিকে ভালো করতে পারলে সিরিজে ভালো করার সুযোগ থাকবে আমাদের।’ ম্যাচ শেষে বলেন সাকিব।
অস্ট্রেলিয়ায় সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দল উড়াল দিবে আগামী ১৮ ডিসেম্বর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। তার আগে ২২ ডিসেম্বর নিউজিল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
প্রস্তুতি ম্যাচের আগেই ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ওয়ানডে শেষে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত স্কোয়াড। আর দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ঘোষণা করা হবে টেস্ট সিরিজের চূড়ান্ত স্কোয়াড।
২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, তানভীর হায়দার, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, সৌম্য সরকার, ইমরুল কায়েস।
স্ট্যান্ড বাই: নাসির হোসেন, আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দীন বাবু, লিটন কুমার দাস, আব্দুল মজিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন