বিপিএল ২০১৬: চূড়ান্ত হল ৬৪ দেশি ক্রিকেটারের দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী চার নভেম্বর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত সাত দলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া – ‘প্লেয়ার বাই চয়েজ’।
সেই প্রক্রিয়ার আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে আগের আসর থেকে দু’জন করে ক্রিকেটার রেখে দিতে পেরেছে দলগুলো। ফলে পুরনো পাঁচ দলের হয়ে খেলবেন ১০ ক্রিকেটার। তারা হলেন – মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন (ঢাকা ডাইনামাইটস), ইমরুল কায়েস, লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), তাসকিন হোসেন, এনামুল হক বিজয় (চিটাগং ভাইকিংস), আরাফাত সানি, মোহাম্মদ মিথুন (রংপুর রাইডার্স), আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম (বরিশাল বুলস)।
এর বাদে শীর্ষ সাত ক্রিকেটারকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ভাগাভাগি করে নিয়ে ফেলেছে সাত শীর্ষ দল। তারা হলেন – সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস), মাশরাফি বিন মুর্তজা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস), সৌম্য সরকার (রংপুর রাইডার্স), সাব্বির রহমান রুম্মান (রাজশাহী কিংস), মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স), মুশফিকুর রহিম (বরিশাল বুলস)
মোট ১২৩ জন দেশি ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের প্লেয়ার বাই চয়েজ। ১১ জনের ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ২৫ লাখ টাকা। এছাড়া ১৮ লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ ক্রিকেটার, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫৩ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরিতে ২৭ জন বাংলাদেশি।
অন্যদিকে ৩১ জন বিদেশি ক্রিকেটারকে সাতটি দল এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছে। আর প্লেয়ার বাই চয়েজে অংশ নিচ্ছেন ১৬৯ জন বিদেশি। সেখানে ‘এ’ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার ও ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ডলার।
বরিশাল বুলস: সামশুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, মুনির হোসেন খান, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহরিয়ার নাফিস।
চিটাগং ভাইকিংস: আব্দুর রাজ্জাক, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলাইন সজিব, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন লিখন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, মোহাম্মদ জসিমুদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।
ঢাকা ডাইনামাইটস: সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভির হায়দার খান।
রাজশাহী কিংস: নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, রকিবলু হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সাদমান হোসেন, এবাদত হোসেন।
রংপুর রাইডার্স: রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।
খুলনা টাইটান্স: মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, মোহাম্মদ আব্দুল মজিদ, অলক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান পারভেজ, আব্দুল হালিম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন