বিপুল তথ্যের সমাহার নিয়ে এলো “গ্লোবাল বাংলা টাইমস”

বাঙালি ও বাংলার বিপুল তথ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ কেন্দ্রীক পরিচালিত ওয়েব পোর্টাল “গ্লোবাল বাংলা টাইমস” (globalbanglatimes.com)।
সম্প্রতি অনলাইনে ওয়েব সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সাইটটির মূল্যায়নে বলা যায়, এটি শুধু একটি ওয়েব সাইটই নয়, বরং একটি তথ্যকোষ। নিয়মিত তথ্যের আপডেট হতে থাকায় এটাকে চলমান তথ্য ভাণ্ডারও বলা চলে।
এতে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, ভূখণ্ডের পরিচয়, সাংস্কৃতিক যোগাযোগ, নানা ধরণের সংমিশ্রণসহ দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে থানা-জেলা-বিভাগীয় পর্যায়ের যে কোনো তথ্য, অতীত ও বর্তমান সব কিছুর সমন্বয় ঘটানো হয়েছে।
এছাড়াও এতে পাঠক ও গ্রাহকের চাহিদা পূরণের জন্য আলাদা টোল বারও তৈরি করা হয়েছে।
দীর্ঘ কয়েক বছরের নিরলস প্রচেষ্টার পর আলোর মুখ দেখল সাইটটি।
এ ব্যাপারে পোর্টালটির কর্ণধার ও সম্পাদক হাবিবুর রহমান জানান, “সারা বিশ্বে ৬০০ ভাষা আছে, তার মধ্যে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পরিচিতি লাভ করেছে। এছাড়া বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালি আছে, তাদের কৃষ্টি কালচার সবাই জানে না। বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ত্ব। এজন্য বাঙালির সামগ্রিক বিষয় তুলে ধরতেই গ্লোবাল বাংলা টাইমস-এর সৃষ্টি।”
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এই ওয়েবসাইটটি তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে সম্পাদক বলেন, “পৃথীবির অগ্রযাত্রার মূল ভূমিকায় অবদান রাখছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অগ্রযাত্রার এই ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডে। দেশকে ডিজিটাল করার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছি আমরা।”স্বপ্ন বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন