বিবারের কাছে ইনস্টাগ্রাম শুধুই নরক!

কদিন আগে নিজের প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ করে বিতর্কের শিকার হয়েছিলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। ছবির কারণে ভক্তদের বিরুপ মন্তব্য ও সেলেনা গোমেজের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন বিবার। এবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে নরকের সঙ্গে তুলনা করলেন বিবার। জানালেন, তিনি ৯০ ভাগ নিশ্চিত ইনস্টাগ্রাম হচ্ছে পাপীদের আস্তানা!
এই মুহূর্তে ‘পারপাস’ সঙ্গীত সফরে ব্যস্ত সময় পার করছেন ২২ বছর বয়সী পপ তারকা। লন্ডনের শোতে এক ভক্ত তার কাছে জানতে চান, তিনি কবে ফিরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে? এর জবাবে তিনি জানান, ‘কে বলেছে আমি ইনস্টাগ্রামে ফিরব!’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে জানাচ্ছি, সামাজিক মাধ্যমে ফিরছি না। আমার কাছে ইনস্টাগ্রাম একটি নরক। আমি ৯০ ভাগ নিশ্চিত, ইনস্টাগ্রাম হচ্ছে পাপীদের আস্তানা। মনে হয় যেন ওখানে আমি বন্দী।’
বিবারের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে এমনিতেই খারাপ সময় পার করছিলেন তার সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ। এরপর গত আগস্টে বিবারের সঙ্গে ইনস্টাগ্রামে বাকবিতণ্ডার পর যখন বিবার অ্যাকাউন্ট বন্ধ করে দেন, সেলেনাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। রিহ্যাবে ভর্তি হয়ে চলে যান লোকচক্ষুর আড়ালে। কদিন আগে অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জেতার মাধ্যমে প্রকাশ্যে আসেন গায়িকা। এরপর থ্যাঙ্কস গিভিং উৎসবকে কেন্দ্র করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরেন সেলেনা। যদিও বিবারের টুইটার অ্যাকাউন্টটি এখনও সচল রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন