বিবারের কাছে ক্ষমা চাইলেন সেলেনা

প্রেমের সম্পর্কে ইতি টানেন কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার ও মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। প্রেম শেষ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিকই বজায় রেখেছিলেন প্রাক্তন এই জুটি। কিন্তু শেষ রক্ষা হল না। ক্রমেই তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের তর্কের পর বিবার তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। ওদিকে এই ঘটনার জন্য বিবারের কাছে ক্ষমা চাইলেন সেলেনা।
বিবার সম্প্রতি ১৭ বছর বয়সী সোফিয়া রিচির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বিবার-সেলেনার সম্পর্কে চিড় ধরানোর দায় রিচির ওপরই চাপাচ্ছেন অনেকে। সোফিয়ার সঙ্গে বিবারের ছবি দেখে ইন্সটাগ্রামে ভক্তরা নানা নেতিবাচক কমেন্ট করতে থাকেন। পরে বিবার তার প্রোফাইলটি প্রাইভেট করে ফেলার হুমকি দেন। এরপর বিবারের একটি ছবিতে কমেন্ট করে খোদ সেলেনা। সেখানে লিখেছেন, ‘যদি তুমি ভক্তদের বিদ্বেষ নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে প্রেমিকার ছবি পোস্ট করা বন্ধ করো। এসব তোমাদের দুজনের মাঝেই বিশেষ কিছু হয়ে থাকা উচিত।’
সেলেনা আরো লিখেন, ‘ভক্তদের সঙ্গে পাগলামি করো না। তারা তোমাকে ভালোবাসেন এবং তোমার পক্ষে রয়েছেন।’ এর উত্তরে বিবার লিখেন, ‘মানুষ মনোযোগ আকর্ষণের জন্য আমাকে ব্যবহার করছে। বিষয়টি মজার। সবার জন্য ভালোবাসা।’
এরপর একটি কমেন্টে সেলেনা লেখেন, ‘একজন কীভাবে একাধিকবার প্রতারণা করতে পারে?’ এর জবাবে বিবার লিখেন, ‘আমি প্রতারণা করেছিলাম! ওহ্, আমি তো তোমার আর জায়ানের কথা ভুলেই গিয়েছিলাম।’ এরপর জাস্টিন বিবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন।
সম্ভবত এই ঘটনায় মর্মাহত হয়েছেন বিবারের প্রাক্তন প্রেমিকা সেলেনা। পরে তিনি তার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ক্ষমা চান। তিনি সেখানে লেখেন, ‘আমি যা বলেছিলাম তা স্বার্থপর ও অর্থহীন কথা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন