সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শেখ হাসিনাকেই অনুসরণ করছে বিএনপি’

নির্বাচন কমিশন পুনঃগঠন নিয়ে বিএনপি চেয়ারপয়ারসন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকেই অনুসরণ করছে বিএনপি। সরকার থেকে কোন সাড়া না পেয়ে শেষ আশ্রয় রাষ্ট্রপতির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দলটি।

এরআগে এক সংবাদ সম্মেলন করে ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে বেগম খালেদা জিয়া ১৩ দফা প্রস্তাবনা তুলে ধরেন। তবে এক্ষেত্রে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে সাড়া মেলেনি। দলটির প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবে তাদের কিছুই করার নেই জানিয়ে প্রস্তাব রাষ্ট্রপতিকে বলতে বলেন।

শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি-জামায়াত)রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তারা যে ক্ষয়ক্ষতি করেছে আগে সে জবাব জাতির কাছে দিক। তার (খালেদা জিয়া) নির্দেশে দেশব্যাপী মানুষকে পুড়িয়ে হত্যা, হামলা করা হয়েছে। এখন তিনি প্রস্তাব দিচ্ছেন। উনার (খালেদা জিয়া) প্রস্তাব উনি দিয়েছেন, রাষ্ট্রপতিকে বলুক, রাষ্ট্রপতি পদক্ষেপ নিবেন। আমাদের এ বিষয়ে কিছু করার নেই।

এদিকে বিএনপি নেতারাও বলছেন একই কথা। তারা বলছেন, এক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা অনেক। কারণ নির্বাচন কমিশন গঠনে তার ভুমিকাই মুখ্য। তাই প্রস্তাবের বিষয়ে কথা বলতে রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি চেয়েছিল বিএনপি।

রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনা গত রবিবার বেলা সোয়া ১১টার দিকে দলের দুই নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে গিয়ে পৌঁছে দেন।

প্রায় ২০ মিনিট বঙ্গভবনে অবস্থানের পর বেরিয়ে আসেন বিএনপির দুই নেতা। তাদের কাছ থেকে খালেদা জিয়ার প্রস্তাবনা গ্রহণ করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব মাইনুর রহমান। চিকিত্সার উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে চলে যাওয়ায় বিএনপি প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাত্ হয়নি।

বঙ্গভবন থেকে বেরিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার প্রস্তাবনার কপি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে গেছেন। তিনি দেশে ফেরার পর এই কপি রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হবে বলে আশ্বাস দিয়েছেন সহকারী সামরিক সচিব। রিজভী জানান, রাষ্ট্রপতি দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় বসবেন। তখন বিএনপির প্রস্তাবনাগুলো রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তার কার্যালয়ের কর্মকর্তারা।

এদিকে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, দেশের প্রধান রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতির অনেক ভূমিকা আছে। তার কর্মকর্তারা খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়েছেন এবং তাকে দিবেন বলে বলেছেন। এখন দেখা যাক কি হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল