বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা : দিল্লির নিরাপত্তা জোরদার

ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঠানকোটে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নগরীর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর বাসসের।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, সাউথ দিল্লি, সেন্ট্রাল দিল্লি, নয়াদিল্লির ভিআইপি জোন ও জনপ্রিয় মার্কেটগুলোসহ বেশ কয়েকটি এলাকায় পাহারা জোরদার করা হয়েছে।
বিশেষ পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) পরিস্থিতি পর্যালোচনা করছেন।
আজ ভোররাতে চার থেকে পাঁচ জঙ্গি পাঠানকোট বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা শুরু করে। ঘাঁটিটি ধ্বংস করার লক্ষ্যেই এ হামলা চালানো হয়। জঙ্গিরা সন্ত্রাসী সংগঠন জইশ-এ-মোহাম্মদের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
এক কর্মকর্তা বলেন, আজ ভোররাত সাড়ে ৩টায় জঙ্গিরা বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জঙ্গি ও দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরো বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় অপরাধ দমন শাখা ও দিল্লি পুলিশের বিশেষ সেলের সদস্যরা সতর্ক রয়েছেন। এ ছাড়া রাজধানীর ভিআইপি লোকজনের ওপর সম্ভাব্য হুমকি ঠেকানোর কৌশল বের করতে নিরাপত্তা ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশকে অতিরিক্ত পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সোয়াট ও কুইক রেসপন্স টিমকেও যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাদের নগরীর বেশ কয়েকটি স্থানে মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন